For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ বছরে সারা বিশ্বে ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছে কোভিডে

২ বছরে সারা বিশ্বে ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছে কোভিডে

  • |
Google Oneindia Bengali News

গরিব-ধনী, কেউ ছাড় পায়নি। মাত্র দু'বছরে পাঁচ মিলিয়ন মানুষ মারা গিয়েছেন কোভিড মহামারিতে। তথ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শুধু গরিব কিংবা উন্নয়নশীল দেশ নয়, বিশ্বের উন্নত দেশগুলিও সমভাবে আক্রান্ত হয়েছে এই মারণভাইরাসের দ্বারা।

২ বছরে সারা বিশ্বে ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছে কোভিডে

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন এবং ব্রাজিলে সবমিলিয়ে গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ১২.৫ শতাংশ রয়েছে। কিন্তু এই অংশ থেকেই মৃত করোনায় মোট মৃতের ৫০ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রেই ৭ লক্ষ ৪০ হাজার মানুষ মারা গিয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই সংখ্যা লস এঞ্জেলস এবং সান ফ্রান্সিসকোর জনসংখ্যার সমষ্টির সমান। ১৯৫০ থেকে বিশ্বজুড়ে নানা যুদ্ধে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারে এটি।

বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যাটি ছায়া মাত্র। বিশ্বের বহু প্রান্তে কোভিড পরীক্ষাই হয়নি ঠিকমতো। তাই স্বাভাবিকভাবেই এ কথা বলা যায়, যে এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন মহামারিতে। কোভিড শুরু হওয়ার সময় যে হটস্পট দেখা গিয়েছিল, তাও বদলেছে৷অতিমারি শুরু হওয়ার ২২ ঘণ্টার মধ্যে হটস্পট বদলে গিয়েছে। এই মুহূর্তে রাশিয়া, ইউক্রেন সহ পূর্ব ইউরোপের দেশগুলির দিকে ধেয়ে যাচ্ছে করোনা। বিশেষত যে দেশে টিকাকরণের মাত্রা কম, গুজব ছড়িয়েছে টিকার বিরুদ্ধে। সেই সমস্ত জায়গায় সংক্রমণের মাত্রা বেশি দেখা যাচ্ছে। চলতি বছরের মে মাসে ভারতে সংক্রমণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তা অনেকটাই কমে এসেছে। ধনী দেশ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেনের চেয়ে অনেকটাই কম ভারতের সংক্রমণ।

সম্প্রতি জি২০ সম্মেলনে গিয়ে দেশের প্রধানমন্ত্রী আরও ৫ বিলিয়ন করোনা টিকা উৎপাদনের কথা বলেছেন৷ ইতিমধ্যেই ভারত ১০০ কোটি টিকাকরণের মাইলস্টোনও পেরিয়ে গিয়েছে৷ তবে এই মহামারী কালে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এসে করোনার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা সাহস জুগিয়েছে।

English summary
In 2 years, 5 million people around the world have died in Covida
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X