For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান বলেছিলেন লাদেন শহিদ, আপনিও কি সহমত? সাংবাদিকের প্রশ্ন এড়ালেন পাক বিদেশমন্ত্রী

ইমরান বলেছিলেন লাদেন শহিদ, আপনিও কি সহমত? সাংবাদিকের প্রশ্ন এড়ালেন পাক বিদেশমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

নিজের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেই সহমত হতে পারলেন না পাক-বিদেশমন্ত্রী। ঢোঁক গিলে 'পাশ' বলে এড়ালেন বিতর্ক৷ আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম সাক্ষাৎকার নিচ্ছিল পাক-বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির৷ সেখানেই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন লাদেন কে কি শহিদ বলে মনে করেন আপনি? উত্তরে কিছুক্ষন চুপ থেকে এদিক ওদিকের কথা বলে তার 'পাশ' বলে পালিয়ে বাঁচেন প্রশ্ন থেকে।

ইমরান বলেছিলেন লাদেন শহিদ, আপনিও কি সহমত? সাংবাদিকের প্রশ্ন এড়ালেন পাক বিদেশমন্ত্রী

পাক প্রধানমন্ত্রীর লাদেন নিয়ে বক্তব্য

গতবছর পাকিস্তানে সংসদে ইমরান খান উর্দুতে বলেছিলেন, আমি কখনও ভুলতে পারবো না কীভাবে পাকিস্তানকে অপমান করে আবোটাবাদে ঢুকে আমেরিকার সেনাবাহিনী লাদেনকে হত্যা করে৷ উনি শাহাদাত লাভ করেছেন, শহিদ হয়েছেন৷ এই বক্তব্য সামনে আসার পর সারা বিশ্বে সমালোচনা শুরু হয় পাক প্রধানমন্ত্রীর। এক বছর আগে চাপা পড়ে যাওয়া এই ইস্যুকেই নতুন করে খুঁচিয়ে তুলেছে আফগানিস্তানের সংবাদমাধ্যম।

আফগানিস্তানের সংবাদমাধ্যমকে ঠিক কী বলেছেন পাক-বিদেশমন্ত্রী

আফগান সাংবাদিক লোতফুল্লাহ নাজাফিজাদা পাক বিদেশমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দেন, 'আপনাদের প্রদানমন্ত্রী ইমরান খান লাদেনকে শহিদ বলেছেন। আপনি কী এর সঙ্গে সহমত? প্রশ্নের উত্তরে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, দেখুন কোন পরিস্থিতিতে কী বলেছেন সেটাকে সংবাদমাধ্যম কিভাবে প্রকাশ করেছে সেটা নিয়ে বলা সম্ভব নয়। আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এর সঙ্গে 'পাশ' শব্দটি ব্যবহার করে উত্তর এড়িয়ে যান কুরেশি৷

এই খবর সংবাদমাধ্যমে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে নিয়ে নতুন করে ট্রোল শুরু হয়েছে৷ নেটিজেনরা বলছেন এটা পাকিস্তানেই সম্ভব যেখানে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে প্রকাশ্যে সহমত হতে পারেন না বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, লাদেনের শহিদ হওয়ার প্রশ্ন এড়িয়ে গেলেও বিভিন্ন ইস্যুতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশকে হুমকি দিয়ে থাকেন৷

English summary
Imran said bin Laden Shahid, do you agree? The Pakistani foreign minister avoided the journalist's question
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X