For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান খানের শপথগ্রহণে আমন্ত্রিতদের তালিকায় নরেন্দ্র মোদী! কী বলছে পিটিআই

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তিনি চান শপথে হাজির থাকুন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তিনি চান, সার্কভুক্ত গোষ্ঠীর দেশগুলির রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাতে। যার মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনটাই জানিয়েছে পিটিআই।

ইমরান খানের শপথগ্রহণে আমন্ত্রিতদের তালিকায় নরেন্দ্র মোদী! কী বলছে পিটিআই

২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বড় দল হিসাবে জয়লাভ করেছে পিটিআই। সেই দলের নেতা হিসাবে ৬৫ বছর বয়সী ইমরান খান আগামী ১১ অগাস্ট শপথ নেবেন।

সার্কভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণের বিষয়টি দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। এছাড়া ইমরান জেতার পরে মোদী নিজে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনাও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। ইমরান নিজেও মোদীর ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। আলোচনাই যে সমস্যা সমাধানের একমাত্র পথ তা বারবারই বলেছেন।

বিভিন্ন সময়ে উত্তজনাপূর্ণ সম্পর্ক থাকলেও ২০০৮ মুম্বই হামলার পরে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কই অবনতি হয়েছে। নরেন্দ্র মোদীর শপথগ্রহণে নওয়াজ শরিফ এসেছেন। মোদী নিজে আচমকা শরিফের বাড়ির অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন। তা সত্ত্বেও সীমান্ত সমস্যা ও সীমান্ত সন্ত্রাস বন্ধ হয়নি।

২০১৬ সালের শুরুতে পঞ্জাবে সেনা ঘাঁটিতে জঙ্গি আক্রমণ হয়। তারপরে কাশ্মীরে জঙ্গি হামলা করে পাক জঙ্গিরা। তারপর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সবমিলিয়ে এখনও পরিবেশ তিক্ত হয়ে রয়েছে। মোদী পাকিস্তানে গেলে তার কী প্রতিক্রিয়া আগামিদিনে দুইদেশের কূটনীতিতে পরে, সেটাই এখন দেখার।

English summary
Imran Khan wish to invite PM Narendra Modi to Pakistan for oath ceremony, says PTI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X