For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকা-পাকিস্তানের বাইরে অন্য দেশে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ইমরানের! এবার প্রেক্ষাপট কী

আমেরিকা-পাকিস্তানের বাইরে অন্য দেশে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ইমরানের! এবার প্রেক্ষাপট কী

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধীতার মাঝেই একের পর এক তোপ ইসলামাবাদ দেগে গিয়েছে দিল্লির বিরুদ্ধে। বিশ্বের তাবড় দেশের সামনে রাষ্ট্রসংঘের মঞ্চে ইমরানের দেশ বহুবার ভারতে অপদস্ত করার চেষ্টা করেছে নাগরিকদের অধিকারের মর্মে। যদিও তার যোগ্য জবাব ভারত দিয়ে গিয়েছে। এমন আবহে এবার সুইজারল্যান্ডে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন ইমরান।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমন্ত্রিত ইমরান

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমন্ত্রিত ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের আড়ালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন। সুইটজারল্যান্ডে আয়োজিত এই ফোরামে আমন্ত্রণ পেয়েছেন ইমরান। আর সেখানে আমন্ত্রিত রয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। আর সেই সবার মাঝেই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হবে বলে খবর।

তৃতীয়বার ট্রাম্প- ইমরান বৈঠক

তৃতীয়বার ট্রাম্প- ইমরান বৈঠক

এর আগে, যতবারই ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে ততবারই কার্যত কাশ্মীর ইস্যুতে খালি হাতে ফিরেছেন ইমরান। ২০১৯ সালের জুলাইয়ে ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার সাক্ষাৎ হয় ওয়াশিংটনে। সেখানে কাশ্মীর ইস্যুতে আলোচনার পারদ চড়লেও ইসলামাবাদের লাভের লাভ হয়নি।

 সাম্প্রতিক পরিস্থিতিতে মার্কিন মুলুকের কাছে কাকুতি -মিনতি পাকিস্তানের!

সাম্প্রতিক পরিস্থিতিতে মার্কিন মুলুকের কাছে কাকুতি -মিনতি পাকিস্তানের!

আসন্ন FATF এর বৈঠকে যাকে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে মুক্ত করা হয়, তার জন্য মার্কিনি সুপারিশের দিকে তাকিয়ে পাকিস্তান। আর সেই জন্যই পাকিস্তানের প্রয়োজন ওয়াশিংটনকে। এই কারণে ইরান-মার্কিন উত্তেজনার আবহে পাকিস্তান সর্বদা সমর্থন করেছে মার্কিন প্রশাসনকে। সেই অঙ্কে বিরুদ্ধে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বী দেশ ইরানের। অন্যদিকে, কাশ্মীর ইস্যুতেও পাকিস্তান বারবার পাশে পেতে চেয়েছে মার্কিনি 'ক্ষমতা' কে।

মাস্টারস্ট্রোকে পাঁচে পাঁচ তৃণমূল কংগ্রেস, মুকুল-অর্জুনের গড়ে চ্যালেঞ্জ জিতলেন মমতা মাস্টারস্ট্রোকে পাঁচে পাঁচ তৃণমূল কংগ্রেস, মুকুল-অর্জুনের গড়ে চ্যালেঞ্জ জিতলেন মমতা

English summary
Imran Khan to meet Donald Trump at WEF in Davos .Khan would attend the WEF in Davos, Switzerland, from January 21 to 23 at the invitation of Professor Klaus Schwab, Founder and Executive Chairman of WEF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X