For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 'অ্যাকশন' নিতে পারে ভারত! ইমরান খানের দাবিতে কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় গোয়েন্দাদের কাছে গত অগাস্ট থেকেই খবর ছিল যে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে যে সমস্ত জঙ্গি লঞ্চপ্যাড রয়েছে সেখান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে চলেছিল তারা। আর এরপরেই এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন যে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে 'অ্যাকশন' নিতে পারে ভারত সরকার। এই বক্তব্য থেকে কোন ইঙ্গিত তিনি দিলেন , দেখে নেওয়া যাক।

 পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ইমরান কোন দাবি করেন ?

পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ইমরান কোন দাবি করেন ?

ইমরান ফের একবার আরএসএস -কে নিশানায় রেখে তোপ দেগেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটি থেকে। তিনি বলেন, ' আমি গত ৫ মাস ধরে বলে আসছি যে মোদী -আরএসএস সরকার কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে আর নাগরিকত্ব ইস্যুতে নজর সরিয়ে নিতে নিশ্চিতভাবে কোনও না কোনও অ্যাকশন নেবে ( পাক অধিকৃত কাশ্মীরে)।'

ভারত থেকে 'আশঙ্কা'!

ভারত থেকে 'আশঙ্কা'!

পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, যে তিনি জেনারেল বাজওয়াকে ভারতের হামলার 'আশঙ্কা' সম্পর্কে অবহিত করেছেন। এরপরই পাক জেনারেল ইমরানকে জানান, পাকিস্তান সেনা প্রস্তুত রয়েছে ভারতের থেকে আসা যেকোনও 'থ্রেট' রুখতে। এমনই দাবি করেন ইমরান।

 নাগরিকত্ব নিয়ে মোদীকে আক্রমণ

নাগরিকত্ব নিয়ে মোদীকে আক্রমণ

ভারতে নাগরিকত্ব ইস্যুতে যে মোদী সরকার বিরোধিতা তৈরি হয়েছে, সেই সুরেই সুর মিলিয়ে ইমরান খান জানান ভারতে ২০০ মিলিয়ন মুসলিম এর বিরোধিতায় বড়সড় প্রতিবাদ করছেন। এরপরই তিনি মোদীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, মোদী যা করছেন তাইই তার পতনের কারণ হবে।

English summary
Imran Khan says, India could carry out a n attack on POK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X