For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যাই বদনাম, ইমরানের হেলিকপ্টারের রোজকার খরচ মাত্র ৫৫ টাকা! জানাল পাক সরকার

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, ইমরান খানের দৈনিক হেলিকপ্টার-যাত্রায় খরচ মাত্র ৫৫ টাকা।

  • |
Google Oneindia Bengali News

তখতে বসার পর থেকে রোজই হেডলাইনে ঝড় তুলছেন ইমরান খান। নির্বাচনের আগের প্রতিশ্রুতি মতো 'ভিআইপি কালচার' দূর করতে তিনি মন্ত্রী-আমলাদের প্রথম যাতায়াতের ভাড়ায় কাঁচি চালাচ্ছেন। আবার কখনও নিজে হেলিকপ্টারে যাতায়াত করেও খবর হচ্ছেন। তাঁর হেলিকপ্টার চড়া নিয়ে আবার খবর হল। এবার অবশ্য খবর করলেন তাঁর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। দাবি করলেন, ইমরাণের হেলিকপ্টার চড়ার ভাড়া নাকি মাত্র ৫৫ টাকা।

মিথ্যাই বদনাম, ইমরানের হেলিকপ্টারের রোজকার খরচ মাত্র ৫৫ টাকা! জানাল পাক সরকার

ইমরান খানের নিজের হেলিকপ্টারে যাতায়াতের খবর প্রকাশ পাওয়ার পর থেকে দেশে ও দেশের বাইরে তাঁর নামে প্রবল নিন্দা চলছিল। তা সামাল দিতেই এগিয়ে আসেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। ফাওয়াদ চৌধুরি দাবি করেছেন হেলিকপ্টারে যাতায়াতের খরচ যত বেশি মনে করা হয় তা সত্যি নয়। বরং এর খরচ অন্যান্য যানবাহনের তুলনায় কমই। কারণ এর জ্বালানীর খরচ নাকি প্রতি কিলোমিটারে মাত্র ৫৫ টাকা।

মন্ত্রীর এই তথ্যে পাকিস্তান ও বহির্বিশ্বের সবার চোখ কপালে উঠেছে। কিন্তু কোথা থেকে তিনি পেলেন এই তথ্য? পাক তথ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নাকি গুগলে সার্চ করে এই জ্ঞান লাভ করেছেন। এরপরই সক্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। ইমরান খানের হেলি-যাতায়াত ও তাঁর তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য নিয়ে হাসাহাসি, ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বইছে।

সেসব দেখলে বোঝা যাচ্ছে ইমরানের শাসন নিয়ে প্রত্যাশার বুদবুদ ইতিমধ্যেই ফাটতে চলেছে। কেউ কেউ রীতিমতো অঙ্ক কষে দেখিয়েছেন, মন্ত্রীর হিসেব অনুযায়ী অ্যাপ ক্যাবেও এর চেয়ে বেশি খরচ হয়। কেু দাবি তুলেছেন গোটা পাকিস্তানেই হেলিকপ্টার সার্ভিস চালু করার। কেউ বা ইমরানকে পরামর্শ দিয়েছেন হেলিকপ্টার ছেড়ে এক-১৬ বিমানে যাতায়াত শুরু করতে, সঙ্গে অবশ্য সতর্ক করেছেন, 'কোনও চোরই ছাড় পায় না' বলে। তবে প্রবাসী পাকিস্তানি কেউ কেউ ইমরানের শাসনে দেশেও ফিরতে চাইছেন। কারণ একটাই, ৫৫ টাকায় হেলিকপ্টার চড়ার সুযোগ মিলবে।

দেখুন আর কি আলোচনা চলছে টুইটারে...

English summary
Information Minister of Pakistan Fawad Chaudhry claims, Imran Khan's daily helicopter ride costs only Rs 55.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X