For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থের জন্যই আমেরিকার 'সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে' যোগ দিয়েছিল পাকিস্তান, বললেন পাক-PM

অর্থের জন্যই আমেরিকার 'সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে' যোগ দিয়েছিল পাকিস্তান, বললেন পাক-PM

  • |
Google Oneindia Bengali News

টানা দু'দশক ধরে আফগানিস্তানে তালিবান বিরোধী সেনা অভিযান চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তালিবান বিরোধী এই লড়াইকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই বলে অভিহিত করেছিল তারা। দু'দশক আগে আমেরিকার এই লড়াইতেই সঙ্গ দিয়েছিল পাকিস্তান। এবার নিজেদের সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

অর্থের কারণেই যোগদান!

অর্থের কারণেই যোগদান!

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তবে ক্রিকেট ছাড়ার পর থেকেই দেশীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন ইমরান। সেই তখন থেকে যাত্রা শুরু। তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। এবার সেই ইমরানই দু'দশক আগে আমেরিকাকে সঙ্গ দেওয়ার প্রসঙ্গে জানালেন, মানুষের কথা ভেবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধুমাত্র অর্থের কথা ভাবা হয়েছে। গোটা বিষয়টিকে নিজের তৈরি ক্ষত বলেও অভিহিত করেন তিনি।

কী বলছেন ইমরান?

কী বলছেন ইমরান?

বিদেশমন্ত্রকের আধিকারিকদের মাঝে বক্তব্য পেশ করার সময় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইমরান। তিনি দাবি করেন, ২০০১ সালে নীতিনির্ধারকদের বড্ড কাছের মানুষ ছিলেন ইমরান। তখনই দেখেন, জেনারেল পারভেজ মুশারফ যুদ্ধে আমেরিকাকে মদত দিতে রাজি হয়েছেন। ইমরানের কথায়, 'আমি খুব ভাল করেই জানি, কোন কোন বিষয়গুলি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুঃখের বিষয় দেশের মানুষদের কথা ভাবা হয়নি। আমরা আটের দশকের(১৯৮০র দশক) মতো সিদ্ধান্ত নিয়েছি। আফগান জিহাদের মতোই সেবারেও মদত জুগিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রকে।'

ইমরান আরও বলেন!

ইমরান আরও বলেন!

তিনি আরও বলেন, 'এর জন্য আমরা নিজেরাই দায়ী। অন্যরা যাতে আমাদের ব্যবহার করতে পারে, আমরাই সুযোগ করে দিয়েছি। নিজেদের দেশের মানসম্মান ধুলোয় মিশিয়ে এক দানসর্বস্ব বিদেশনীতি তৈরি করেছি যা কিনা দেশের মানুষের স্বার্থ বিরোধী।'

তালিবানের হয়েও গলা ফাটিয়েছেন ইমরান!

তালিবানের হয়েও গলা ফাটিয়েছেন ইমরান!

উল্লেখ্য, সাম্প্রতিককালে বহুবার আফগানিস্তান তথা তালিবানের হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছে ইমরানকে। চলতি বছরের জুলাই মাসে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, 'তালিবানরাই প্রকৃত পাশতুন'৷ আফগান এবং পাকিস্তানিদের সৌভ্রাতৃত্বের কথা তুকে ধরেছিলেন ইমরান। একইসঙ্গে সমালোচনা করেছিলেন আমেরিকারও। তখনও তিনি বলেছিলেন, 'আমেরিকা গোটা বিষয়টি ঘেঁটে ফেলেছে।' শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে তালিবানের হয়ে সওয়ালও করেন ইমরান৷ ইমরান আবেদন করেছিলেন, 'আফগান নাগরিকদের কথা ভেবে তালিবান সরকারকে আরও শক্তিশালী করে তুলুন'।

English summary
Its not about the war against terrorism, it is only for money pakistan join America's 'war on terror' says pak PM Imran khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X