For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন শিয়রে, ইমরান খান মেতে বিয়ের আলোচনা নিয়ে, নতুন দাবি এই 'বিয়ে পাগলা বুড়ো'র

পাকিস্তানের সাধারণ নির্বাচন প্রায় এসে গেল। কিন্তু ইমরান খান এখনও তার তৃতীয় বিয়ে নিয়েই মত্ত। তিনি জানালেন যে তার বিয়ে না হওয়া পর্যন্ত তিনি তার তৃতীয়া স্ত্রী বুশরা মানেকার মুখ দেখতে পাননি।

Google Oneindia Bengali News

বিয়ের আগে তৃতীয় স্ত্রী বুশরা মানেকার মুখ দেখেননি ইমরান খান। এমাসেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার আগে প্রচন্ড ব্য়স্ততার মধ্যেও এক সাক্ষাতকারে এই অদ্ভূত কথা জানালেন ইমরান। তবে নির্বাচনের আগেই তাঁর দ্বিতীয়া স্ত্রী রেহামে খানের লেখা বই তাঁকে অস্বস্তিতে ফেলেছে।

এক সাক্ষাতকারে পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান রাজনীতিক মুখ খুললেন তাঁর তৃতীয় বিবাহ নিয়ে। মুখ খুললেন রেহামের বই নিয়েও।

বিয়ের আগে মুখ দেখিনি

বিয়ের আগে মুখ দেখিনি

দুই দুইবার বিয়ে ভাঙার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান। এক সাক্ষাতকারে তিনি বলেন, 'আমি বিয়ের আগে এক ঝলকের জন্যও ওর মুখ দেখতে পাইনি। মুখ না দেখেই আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। কারণ ও কখনও বোরখায় মুখ না ছেকে আমার সঙ্গে দেখা করেনি। ওর বাড়িতে ওর অনেক পুরনো একটা ছবি দেখেছিলাম আমি। তার থেকেই ধারণা করেছিলাম ও কেমন দেখতে।'

এটাই বুশরার ধর্মীয় রীতি

এটাই বুশরার ধর্মীয় রীতি

বুশরা মানেকা পাকিস্তানের সুফি সম্প্রদায়ের একজন অগ্রগন্য় বিদ্বান ও ধর্মীয় নেত্রী হিসেবে পরিচিত। ধর্মীয় রীতি অনুসারে বুশরা তাঁর স্বামী ছাড়া অন্য কোনও পুরুষের সামনে বোরখায় মুখ না ঢেকে যান না। তাই বিয়ের আগেও তিনি ইমরানকে মুখ দেখাননি। ৩৯ বছরের এই মহিলা ৫ সন্তানের মা। ২০১৫ সালে ইমরানের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। তখনও তিনি তাঁর প্রথম স্বামী ফারিদ মানেকা নামে এক উচ্চপদস্থ কাস্টমস অফিসারে বিবাহিত স্ত্রী ছিলেন।

রেহাম আমার সবচেয়ে বড় ভুল

রেহাম আমার সবচেয়ে বড় ভুল

তবে ইমরানকে নির্বাচনের আগে অস্বস্তিতে ফেলেছেন তাঁর দ্বিতীয়া স্ত্রী বিবিসির প্রাক্তন উপস্থাপক রেহাম খান। রেহাম সম্প্রতি একটি বই লিখেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ইমরান উভকামী, ব্যাভিচায়ী এবং মাদকের নেশা করেন। অভিযোগ নিয়ে মুখ না খুলতে চাইলেও ইমরাম বলেন, 'জীবনে আমি অনেক ভুল করেছি। সবচেয়ে বড় ভুল রেহামকে বিয়ে করা।'

১০ মাসের বিবাহ

১০ মাসের বিবাহ

রেহামের সঙ্গে বিয়ে হয়েছিল ইমরানের ২০১৫ সালে। বিবিসির উপস্থাপক ছিলেন রেহাম। তিনি ব্রিটিশ নাগরিক। পাকিস্তানের এক সন্ত্রাসবাদী হামলার ঘটনার দিনই ইমরান ও রেহামের বিয়ে হয়েছিল। যা নিয়ে সমালোচনা হয় ইমরানের। কিন্তু মাত্র ১০ মাস টিকেছিল সেই সম্পর্ক।

জেমাইমার সঙ্গে ৯ বছর

জেমাইমার সঙ্গে ৯ বছর

ইমরানের প্রথম বিয়ে হয়েছিল আরেক ব্রিটিশ বংশোদ্ভুত জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে। ৯ বছর টিকেছিল সেই সম্পর্ক। তাঁদের দুজনের দুই পুক্র সন্তানও আছে। ১৯৯৫ সালে প্যারিসে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু ইমরানের ক্রমশ রাজনীতিতে আগ্রহ বাড়তে থাকে। ২০০৪-এ বিচ্ছেদের সময় জেমাইমা জানিয়েছিলেন ইমরানের রাজনৈতিক জীবনের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারছেন না।

English summary
Pakistan's general election is coming around. But Imran Khan is still talking about his third marriage. He revealed that he did not see his third wife Bushra maneka’s face until their marriage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X