For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ মৃত না জীবীত! লাখ টাকার এই প্রশ্নের মধ্যে নয়া দাবি, পাকিস্তানের হল কী

মাসুদ আজাহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন ইমরান খান। এই মর্মে তিনি নাকি সরকারকে নির্দেশ দিয়েছেন। এমনই দাবি করল সংবাদসংস্থা পিটিআই।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

মাসুদ আজাহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন ইমরান খান। এই মর্মে তিনি নাকি সরকারকে নির্দেশ দিয়েছেন। এমনই দাবি করল সংবাদসংস্থা পিটিআই। খুব দ্রুত এই নির্দেশ কার্যকর করতেও নাকি বলা হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। পাক সরকারের এক সূত্র-কে উদ্ধৃত করে এই দাবি করেছে পিটিআই। সেই সঙ্গে এই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে , নিরাপত্তা পরিষদে মাসুদ আজাহার-কে বিশ্ব সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করা নিয়ে যে আপত্তি এদিন ইসলামবাদ জানিয়ে এসেছে, এবার তা থেকে নিজেদের সরিয়ে নিতে চলেছে।

মাসুদের থাকা না থাকার মধ্যে আরও এক জল্পনা

পাক সরকারের এই সূত্র পিটিআই-এর কাছে দাবি করেছে, 'সরকার জইশ-ই-মহম্মদ-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।' তাঁর মতে এই ব্য়বস্থা খুব দ্রুত যে কোনও সময়েই ঘটতে পারে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে যেভাবে উত্তেজনার পারদ চড়েছে তাতে ইমরান খানের নেতৃত্বে চলা সরকার এতে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে এবং যার প্রথম ধাপ জইশ-ই-মহমম্মদ-এর বিরুদ্ধে ব্যবস্থা। ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে যে শান্তির বার্তা ইমরান খান দিয়েছিলেন, এবার জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা শান্তি প্রক্রিয়াকে দ্রুত শুরু করার উপরেই ইমরান জোর দিতে চাইছে বলেো দাবি করেছে এই সূত্র।

নিরাপত্তা পরিষদে মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী-র তালিকাভুক্ত করার বিরুদ্ধে বহুদিন ধরেই সরব পাকিস্তান। চিনের ভেটো প্রয়োগের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদীদের তালিকা থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এমন অবস্থানে অনড় থাকাটা পাকিস্তানের কাছে বিপজ্জনক বলেই মনে করছেন ইমরান খান। পিটিআই-এর কাছে মুখ খোলা পাক সরকারের সেই সূত্র জানিয়েছেন, 'ইমরান খান একজন ব্যক্তির থেকে দেশের ভবিষ্যৎ-কে সামনে রাখতে চাইছেন। দেশের সবধরনের উন্নতির পথ খুলতে এবং ভবিষ্য়ত জীবন উজ্জ্বল করতে মাসুদ আজহারদের মতো মৌলবাদী ও জঙ্গিদের সঙ্গে সরকার আর কোনও ধরনের যোগাযোগ রাখতে চাইছে না।' এই পাক সূত্রের দাবি, 'ব্যক্তির স্বার্থ রক্ষার থেকেও বড় হয়ে দেখা দিচ্ছে দেশের ভবিষ্যত।'

গত সপ্তাহেই নিরাপত্তা পরিষদ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার কড়া সমালোচনা করে, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এমনকী জইশ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল নিরাপত্তা পরিষদ। খুব শিগগিরি এই নিয়ে ফের বৈঠকেও বসতে চলেছে তারা।

English summary
PTI reports claims Pakistan Government are going to start a crack down on Massod Azhar and his alleged terror out fit Jaish e Mohammad. Even Pakistan can withdraw it from the opposing Masood Azhar ban as a terrorist in UN list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X