For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান কি ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে যোগ দিচ্ছেন SCO বৈঠকে! কী বলছে রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের ৮ জন রাষ্ট্রের প্রতিনিধিদের সমাহার হওয়ার কথা খুব শিঘ্রই। উপলক্ষ্য, সংহাই কোঅপরেশন অর্গানাইজেশন ২০২০ । যা আয়োজিত হতে চলেছে ভারতে। আর সেই উপলক্ষ্য়েই ভারতের তরফে পাকিস্তানের রাষ্ট্রনেতা ইমরান খানকেও আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি আসবেন কি না, তা নিয়ে সাম্প্রতিক রিপোর্ট কোন বার্তা দিচ্ছে দেখে নেওয়া যাক।

 পাকিস্তান কী করতে চলেছে?

পাকিস্তান কী করতে চলেছে?

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের তরফে ভারতকে জানানো হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে আসছেন না। তবে বিষয়টি নিয়ে বিবেচনা চলছে পাকিস্তানেও বলে খবর। ফলে এসসিও মিচে ভারতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এলেও,দেখা । যাবে না ইমরানকে।

 ইমরানের মন্ত্রিসভায় আলোচনা

ইমরানের মন্ত্রিসভায় আলোচনা

ইমরান খান দাভোস থেকে দেশ ফিরলেই এসসিও মিট-এ ভারতের আমন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে খবর। তারপরই আনুষ্ঠানিকভাবে পাকিস্তান জানিয়ে দিতে পারে , যে ভারতের আমন্ত্রণ পেয়ে তাদের অবস্থান কী!

 ১৯ তম এসসিও বৈঠক ঘিরে তথ্য

১৯ তম এসসিও বৈঠক ঘিরে তথ্য

১৯ তম এসসিও মিট ঘিরে প্রথম থেকেই পারদ চড়ছিল ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে। এর আগে, কাজাখস্তান, রাশিয়া ,খাইজিরস্তান, তাজাকিস্তান,উজবেকিস্তান সহ একাধিক দেশকে ভারতের তরফে আমন্ত্রণ জানানো হয়। তাছাড়াও চিন ও পাকিস্তানকেও জানানো হয়েছে আমন্ত্রণ।

পাকিস্তানের বাণিজ্য নিয়ে ইমরানের বার্তা

পাকিস্তানের বাণিজ্য নিয়ে ইমরানের বার্তা

এর আগে, দাভোসে ইমরান খান কার্যত খোলাখুলিই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলে, তবেই পাকিস্তানের বাণিজ্যিক সুবিধা বাড়বে। ফলে তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ভারতের সাহায্য ছাড়া দক্ষিণ এশিয়ায় কোনও মতেই বাণিজ্যিক লাভ পাবে না পাকিস্তান।

English summary
Imran Khan likely to skip SCO summit 2020 in India, says Report .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X