For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের পরমাণু শক্তি এখন উগ্র হিন্দুদের দখলে, না‌ৎসিদের সঙ্গে আরএসএসকে মেলালেন ইমরান

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে শুরু করেছিলেন ইমরান খান। কিন্তু কোনও দেশই পাকিস্তানকে তেমন গুরুত্ব দেয়নি। অনেকটা নিরাশ হয়েই ফুঁসতে শুরু করেছেন ইমরান।

Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে শুরু করেছিলেন ইমরান খান। কিন্তু কোনও দেশই পাকিস্তানকে তেমন গুরুত্ব দেয়নি। অনেকটা নিরাশ হয়েই ফুঁসতে শুরু করেছেন ইমরান। রাগে এবার নাৎসিদের সঙ্গে আরএসএসের যোগ তৈরি করেছেন তিনি।

ভারতের পরমাণু শক্তি এখন উগ্র হিন্দুদের দখলে, না‌ৎসিদের সঙ্গে আরএসএসকে মেলালেন ইমরান

টুইটে একের পর এক মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের পরমাণু অস্ত্র সুরক্ষিত হাতে নেই। যভাবে নাৎসিরা জার্মানি দখল করেছিল, ঠিক সেই ভাবেই আরএসএস ভারত দখল করেছে। উগ্রপন্থী হিন্দু নেতা এবং দলের অধীনে রয়েছে ভারতের পরমাণু অস্ত্র। সেকারণেই কাশ্মীরিদের স্বাধীনতা আজ বিপন্ন বলে দাবি করেছেন তিনি।

নেহরু-গান্ধীর ভারতকে মোদী সরকার কালিমালিপ্ত করেছে বলে টুইটে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি গুগলে সার্চ করলেই নাৎসীদের আদর্শের সঙ্গে আরএসএস এবং বিজেপির আদর্শ মিলে যাবে। এনআরসির প্রসঙ্গ তুলে ইমরান খান দাবি করেছেন, ইতিমধ্যেই চার জন মুসলিমকে নজরবন্দি করে রাখা হয়েছে। এবং তাঁদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

আরএসএসের গুণ্ডারা গোটা বিশ্বে হিংসার পরিবেশ তৈরি করবে যদি আন্তর্জাতিক স্তরে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না হয়। ইমরানের এই সব আক্রমণই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে ঘিরে। রাষ্ট্রপুঞ্জে ইমরানের নালিশও তেমন ধোপে টেকেনি। কাজেই এই নিয়ে একাই লড়ে চলেছেন তিনি। চিনও তাঁর পাশে নেই।

English summary
Imran Khan harked back to the Nazi-RSS links
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X