For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে পাকিস্তান জঙ্গিদের 'খুঁজে পাচ্ছে না'! রাষ্ট্রসংঘে ইমরানদের আজব জবাব

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে ধীরে ধীরে দেশ থেকে জঙ্গিদের নাম মোছার প্রবল পরিকল্পনা শুরু করে দিয়েছে ইমরান সরকার। এই নিয়ে ভারতীয় গোয়েন্দারা একাধিক তথ্য আগেই পেশ করেছিলেন। এবার রাষ্ট্রসংঘের কাছে ইমরান সরকারের এক জবাবদিহিতে তা আরও প্রকট হল।

রাষ্ট্রসংঘকে ইমরান সরকারের বার্তা

রাষ্ট্রসংঘকে ইমরান সরকারের বার্তা

রাষ্ট্রসংঘের ইউএনএসসি ১২৬৭ অনুযায়ী পাকিস্তানে বসবাসকারী ১৩০ জন জঙ্গির তালিকা ইমরান সরকারকে অনুমোদন করে দেয় নিরাপত্তা পরিষদ। ১৩০ জন জঙ্গির মধ্যে এবার পাকিস্তান শুধুই ১৯ জনকে খুঁজে পেয়েছে বলে জানিয়েছে। বাকি জঙ্গিদের ইমরান সরকার খুঁজে পাচ্ছে না বলে নিরাপত্তা পরিষদকে জানিয়েছে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কী জানিয়েছে?

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কী জানিয়েছে?

দিল্লির নর্থব্লকের কাছে খবর পৌঁছেছে যে , রাষ্ট্রসংঘের কাছে পাকিস্তান জানিয়ে দিয়েছে জঙ্গিদের যে তালিকা সংগঠন তাদের দিয়েছে তাতে অর্ধেক জঙ্গির নাম আর জন্ম তারিখ, তাদের বৃত্তান্ত সঠিক নেই। তাই জঙ্গিদের খুঁজে বের করতে সমস্যা হচ্ছে পাকিস্তানের।

 পাকিস্তান ও সন্ত্রাস

পাকিস্তান ও সন্ত্রাস

যে ১৯ জনকে পাকিস্তান তালিকায় রাখতে বাধ্য হয়েছে হাফিজ সইদ তাদের মধ্যে একজন। যার হাত মুম্বইয়ের ২৬/১১ এর নারকীয় হত্যালীলার রক্তে লাল। এছাড়াও মতিউর রহমানের মতো জঙ্গিদের পাকিস্তান তালিকা থেকে সরাতে চাইছে। দেশের অভ্যন্তরে পাকিস্তান ৩,৮০০ জন জঙ্গির নাম মুছে দিয়েছে। যে ঘটনার দিকে দিল্লির নর্থব্লক কড়া নজর রাখছে।

পাকিস্তানের কারসাজি!

পাকিস্তানের কারসাজি!

পাকিস্তান অর্থ মঞ্জুরের মরিয়া চেষ্টায় এর আগে FATF এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। সেই সময় ৭ হাজারের বেশি জঙ্গির নাম FATF এর সামনে পেশ করে। এবং দেখায় যে পাকিস্তান সরকার কীভাবে জঙ্গি দমনে ব্রতী। যাতে FATF তাদের ধূসর তালিকা মুক্ত করে অর্থ মঞ্জুরের অধিকার দেয়। এদিকে, নিরাপত্তা পরিষদের কাছে অন্য রূপ নিয়ে অবতীর্ণ হয় পাকিস্তান। মার্চে পাকিস্তানে নিরাপত্তা পরিষদের দল সফরে পৌঁছনোর আগেই ধীরে ধীরে এই সমস্ত জঙ্গি নাম ছেঁটে ফেল ইমরান সরকার।

English summary
Imran Khan govt tells Can’t locate UNSC listed terrorists in Pak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X