For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘শান্তির দূত’ সিধুর পাশেই ‘বন্ধু’ ইমরান! আলিঙ্গন-বিতর্ক উসকে মোদীকে বিশেষ বার্তা

‘বন্ধু’ ইমরান খানের শপথগ্রহণে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করায় সিধুর মাথার দাম পর্যন্ত ধার্য করেছে বজরং দল, তখন ‘শান্তির দূত’ সিধুর পাশেই দাঁড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Google Oneindia Bengali News

'বন্ধু' ইমরান খানের শপথগ্রহণের দিন নভজ্যোৎ সিং সিধুর পাকিস্তান যাওয়া থেকেই সমালোচনার সুত্রপাত। তারপর শপথগ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করায় সেই সমালোচনার আগুনে ঘৃতাহুতি পড়ে। এই অবস্থায় যখন সিধুর মাথার দাম পর্যন্ত ধার্য করেছে বজরং দল, তখন 'শান্তির দূত' সিধুর পাশেই দাঁড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

‘শান্তির দূত’ সিধুর পাশেই ‘বন্ধু’ ইমরান! মোদীকে বিশেষ বার্তা

সিধুকে 'শান্তির দূত' বলে বর্ণনা করে ইমরান খান বলেন, ভারতে যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁরা আসলে শান্তি চান না। মঙ্গলবার ইমরান খান টুইট করে জানিয়েছেন, আমার শপথে শান্তির দূত হয়ে এসেছিলেন সিধু। পাকিস্তানের মানুষও তাঁর প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন। যাঁরা তাঁর সমলোচনা করছেন, তাঁরা এই উপমহাদেশে শান্তি চান না।

ইমরান খান টুইটারে আরও লেখেন, শান্তি ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়। ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমেই সমস্ত বিরোধ মিটিয়ে নিতে হবে। এই উপমহাদেশে সমস্ত প্রতিকূলতা দূর করার একমাত্র উপায় বিরোধ মিটিয়ে পাশাপাশি আসা। দু-দেশের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ ফেরানোর সঙ্গে সঙ্গেই যাবতীয় বিদ্বেষ দূর করতে হবে। খুলে দিতে হবে বাণিজ্যের দুয়ার।

সিধু পাকিস্তান থেকে ফিরেই এই সফরকে একেবারে সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছিলেন। এরপর ইমরান খানও টুইট করে সিধুর পাশে থাকার বার্তা দেন। এর আগেই সিধু বলেছেন, পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করার মধ্যে কোনও ভুল ছিল না। তিনি যে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন, তা বোঝাতে তিনি অটলবিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, মোদীর পাকিস্তান সফর ঘিরে যখন কোনও কথা হচ্ছে না, তখন তাঁর সফরকে কেন কাঠগোড়ায় তোলা হচ্ছে?

‘শান্তির দূত’ সিধুর পাশেই ‘বন্ধু’ ইমরান! মোদীকে বিশেষ বার্তা

<span class=[আরও পড়ুন: পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের ]" title="[আরও পড়ুন: পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের ]" />[আরও পড়ুন: পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের ]

উল্লেখ্য, বজরং দলের সভাপতি সঞ্জয় জাট এদিন এক ভিডিও বার্তায় সিধুর মাথার দাম ধার্য করেন। পাঁচ লক্ষ টাকার চেক দেখিয়ে তিনি ইঙ্গিত দেন, সিধুর কাটা মাথার দাম পাঁচ লক্ষ টাকা। পাকিস্তানে যাওয়া, পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশের আসনে বসা, সর্বোপরি পাক সেনাপ্রধান বাজওয়াকে আলিঙ্গন করার সিধুকে শাস্তির নিদান দেন এক ভিডিও বার্তায়।

[আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত]

[আরও পড়ুন:সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী]

English summary
Pak PM Imran Khan gives message to Narendra Modi and says Sidhu messanger of peace. Imran Khan calls for discussion to return peace in Sub-continent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X