For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন মুলুকে ইমরানের কপালে কেমন 'ওয়েলকাম' জুটল! ভিডিও নতুন খোরাক নেট দুনিয়ায়

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে মার্কিন মুলুকে মোদী পা রাখতেই তা খবরে উঠে এসেছে। ভিভিআইপি সংস্কৃতি ভেঙে চুড়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন বিমানবন্দরে কেড়ে নেন লাইমলাইট।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে মার্কিন মুলুকে মোদী পা রাখতেই তা খবরে উঠে এসেছে। ভিভিআইপি সংস্কৃতি ভেঙে চুড়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন বিমানবন্দরে কেড়ে নেন লাইমলাইট। যাঁকে স্বাগত জানাতে সেখানে হাজির ছিলেন ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন মুলুকের একাধিক প্রতিনিধি। তবে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন মুলুকে পা রাখতেই তা তাঁকে স্বাগত জানাবার জন্য কোনও মার্কিন প্রতিনিধি ছিলেন না!

মার্কিন মুলুকে ইমরানের কপালে কেমন ওয়েলকাম জুটল! ভিডিও নতুন খোরাক নেট দুনিয়ায়

মোদী যখন মার্কিন মুলুকে পৌঁছন, তখন তাঁকে স্বাগত জানাতে ছিলেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক ডিরেক্টর ক্রিস্টোফার ওলসন সহ বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা। আর উল্টো দিকে, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন মুলুকে যেতেই, সেখানের শুধুমাত্র পাকিস্তানি প্রতিনিধিরা হাজির ছিলেন। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাহিলা লোধি হাজির ছিলেন সেখানে।

[ হাউস্টনে প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস! ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত বিমানবন্দরের নাম পরিবর্তনের আর্জি ][ হাউস্টনে প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস! ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত বিমানবন্দরের নাম পরিবর্তনের আর্জি ]

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে বসবার কথা ২৩ সেপ্টেম্বর। এর আগে, ২২ সেপ্টেম্বর হিউস্টনে 'হাউডি মোদী' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই জনসভায় ৩০ মিনিটের বক্তব্য রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

[ সিন্ধিদের স্বাধীনতায় সাহায্য করুন! পাকিস্তান থেকে মুক্ত হতে আমেরিকায় মোদীর কাছে আবেদন][ সিন্ধিদের স্বাধীনতায় সাহায্য করুন! পাকিস্তান থেকে মুক্ত হতে আমেরিকায় মোদীর কাছে আবেদন]

English summary
Imran Khan gets coll welcome in USA, While Modi gets Red Carpet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X