For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান কাশ্মীরের মুসলিমদের নিয়ে লাফালাফি করেন! খোঁজ রাখেন না চিনের মুসলিমদের দুর্দশার

কাশ্মীরের মুসলিমদের নিয়ে তিনি খোঁজ রাখলেও, চিনের মুসলিমদের নিয়ে তিনি কোনও খোঁজ রাখেন না। এমনটাই জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের মুসলিমদের নিয়ে তিনি খোঁজ রাখলেও, চিনের মুসলিমদের নিয়ে তিনি কোনও খোঁজ রাখেন না। এমনটাই জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, কাশ্মীর পরিস্থিতি আর দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এতটাই ব্যস্ত যে চিনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সেদেশে কী ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

 'পাকিস্তানের মানুষকেই প্রাধান্য'

'পাকিস্তানের মানুষকেই প্রাধান্য'

এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ইমরানকে কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি ছাড়াও পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, পাকিস্তান এত বেশি সমস্যায় জর্জরিত যে পাকিস্তানের মানুষকেই তিনি প্রাধান্য দেন।

'চিন সব থেকে ভাল বন্ধু'

'চিন সব থেকে ভাল বন্ধু'

উইঘুর মুসলিমদের নিয়ে তিনি কি চিনের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা বলেছেন, প্রশ্নের উত্তরে ইমরান বলেন, এখনও পর্যন্ত তা করা হয়নি। তিনি পাকিস্তানের অর্থনীতি আর কাশ্মীর নিয়ে ব্যস্ত।
তিনি বলেছেন, ঘরোয়া সমস্যা নিয়েই তিনি ব্যস্ত। তবে চিন প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের কাছে চিন সবথেকে ভাল বন্ধু।

এড়ালেন চিনের মুসলিমদের কথা

বিশ্ব জুড়েই অভিযোগ উঠেতে উইঘুর মুসলিমদের প্রতি দমন-পিড়ন চালাচ্ছে চিন। এপ্রসঙ্গে ইমরানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চিনের মুসলিমদের নিয়ে তিনি কোনও খোঁজ রাখেন না। পাশাপাশি দেশের মানুষকেই প্রাধান্য দেন বলে ফের একবার জানিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

<strong>[ ২৪ ঘণ্টা ধরে স্কুলের মধ্যে আটক ৩৫০ জন পড়ুয়া, সঙ্গে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা! রাজস্থানে করুণ পরিস্থিতি]</strong>[ ২৪ ঘণ্টা ধরে স্কুলের মধ্যে আটক ৩৫০ জন পড়ুয়া, সঙ্গে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা! রাজস্থানে করুণ পরিস্থিতি]

[ ক্লাসের মধ্যে হাতুড়ি মেরে মোবাইল ভেঙে কী শিক্ষা দিলেন অধ্যাপক?][ ক্লাসের মধ্যে হাতুড়ি মেরে মোবাইল ভেঙে কী শিক্ষা দিলেন অধ্যাপক?]

English summary
Pakistan Prime Minister Imran Khan has said that he has been so busy with the Kashmir issue and Pakistan's internal problems that he "frankly do not know much about" the reported treatment of Uyghur Muslims in China.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X