বিরাটকে পিছনে ফেললেন ইমরান! আনন্দে আত্মহারা পাকিস্তান, পাল্টা কটাক্ষ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের
বহুদিন হল ক্রিকেট ছেড়ে পা দিয়েছেন রাজনীতির ময়দানে। কিন্তু ২২ গজে এখনও জারি ইমরান 'ক্যারিশমা’। সম্প্রতি আইসিসি-র একটি টুইটার পোলে বিশ্বের সেরা ৪ ক্রিকেটারকে হারিয়ে শীর্ষ স্থানে উঠে আসেন প্রাক্তন পাক অধিনায়ক। এমনকী পিছনে পড়েন বিরাট কোহলিও। আর যা নিয়েই গতকাল থেকে আনন্দে আত্মহারা পাক মিডিয়া। এই খবরকে ব্রেকিং নিউজ হিসাবেও দেখায় একাধিক পাক চ্যানেল। আর তারপরেই পড়ে পাওয়া চৌদ্দ আনা এই সাফল্য নিয়ে ভারতীয়দের তীব্র কটাক্ষের মুখে পড়ে পাকিস্তান।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আইসিসি টুইটারে একটি সমীক্ষা চালায়। যেখানে অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে, এরকম চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে কে সেরা জানতে চাওয়া হয় ক্রিকেটপ্রেমীদের কাছে। তালিকায় ইমরান, কোহলি ছাড়াও ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিংয়ের নাম। আর এই পোলিংয়েই বিরাটকে সামান্য ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন প্রাক্তন পাক অধিনায়ক। ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে ইমরান পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট। কোহালি পেয়েছেন ৪৬.২ শতাংশ ভোট।
এদিকে গত মাসেই পুরুষদের বিভিন্ন ফর্ম্যাটের দশক সেরা দলের তালিকা প্রকাশ করতে দেখা যায় আইসিসি। কোনও তালিকাতেই জায়গা পাননি পাকিস্তানের কোনও ক্রিকেটাররা। এমনকী গত কয়েক বছরেই পাক ক্রিকেট দলের পারফরম্যান্স ধারাবাহিক ভাবে খারাপ হয়েছে। অন্যদিকে ইমরানের টুইটার জয়ের খবর চাউর হতেই রীতিমতো খুশির জোয়ারে মাতোয়ারা হতে দেখা যায় পাকিস্তানের বাসিন্দাদের। শুরু হয়ে যায় উৎসব। যদিও খুশির জোয়ারে মাতলেও পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়েনি ভারতীয় ক্রিকেটাপ্রেমীরা। একজনকে লিখতে দেখা যায়, “ ২২ গজ নয় টুইটারে জেতার জন্য ইমরানকে অভিনন্দন”। নেটা পাড়ার আর এক বাসিন্দা লেখেন, “ এই ছোট্ট জয়ের জন্য পাকিস্তানকে শুভেচ্ছা। ”
মকর সংক্রান্তির দিন রাম মন্দিরের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু দেশজুড়ে