For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে এক সুরে কথা না বলায় সৌদি আরবের সমালোচনায় ইমরান খান

কাশ্মীর নিয়ে এক সুরে কথা না বলায় সৌদি আরবের সমালোচনায় ইমরান খান

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে একযোগে কথা বলতে ব্যর্থ হওয়ায় এবার ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির বিরুদ্ধে সরবে হতে দেখা গেল পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে তাত্ক্ষণিক বৈঠকের জন্য ইসলামাবাদের আবেদন মেনে নিতে সৌদি আরব অনীহা প্রকাশ করলে ক্ষোভ প্রকাশ করেন ইমরান।

কাশ্মীর নিয়ে এক সুরে কথা না বলায় সৌদি আরবের সমালোচনায় ইমরান খান

পাকিস্তানের অবস্থানকে আরও পরিষ্কার করতে এবং একই সাথে সৌদি আরবের সমালোচনা করে তিনি বলেন, " আজকের এই পরিস্থিতির কারণ হল আমাদের কোন আওয়াজ নেই এবং আমাদের মধ্যে বিভাজন রয়েছে। এমনকি আমরা কাশ্মীরের ইস্যুতে ওআইসির বৈঠকেও সামগ্রিকভাবে একসাথে আসতে পারি না।”

সূ্ত্রের খবর, এদিকে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য ওআইসির বিদেশমন্ত্রকের কাউন্সিলের (সিএফএম) দীর্ঘদিন থেকে একটি জরুরি সভা চেয়েছিল ইসলামাবাদ। কিন্তু সৌদি আরব তাতে কোনও রূপ কর্ণপাত করেনি। যা ক্রমেই হতাশা বাড়িয়ে পাকিস্তানের।

অন্যদিকে মুসলিম দেশগুলির ৫৭ সদস্যের দলটি ৯ই ফেব্রুয়ারি জেদ্দায় উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি সভা করতে চলেছে বলে খবর। দীর্ঘদিন থেকই পাকিস্তান সিএফএমের একটি বৈঠকের জন্য নিরলসভাবে চাপ দিয়ে আসছিল। সম্প্রতি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও কাশ্মীর ইস্যু বন্ধু দেশ গুলির মধ্যে জরুরি ভিত্তিক বৈঠকের ব্যাপারে জোর দিতে দেখা যায়।

এখনই বন্দিদশা কাটছে না ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিরএখনই বন্দিদশা কাটছে না ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির

English summary
imran khan criticizes saudi arabia for not making concensous on jammu and kashmir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X