মোদীর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মানতে পারছে না পাকিস্তান, বন্ধ হচ্ছে দরজা
একের পর এক ধাক্কা। পুলওয়ামা-কাণ্ডের বদলায় বালাকোট এয়ারস্ট্রাইক দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পালা। তারপর কাশ্মীর ইস্যুতে ধাক্কা খেয়েছে পাকিস্তান। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান আকাশপথ ব্যবহার করে উড়ে যাওয়া মানতে পারছে না ইসলামাবাদ। শেষমেশ তাই আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছেন ইমরান।

প্রতিহিংসায় জ্বলছে, পাকিস্তান
ইমরান খানের সরকার প্রবলভাবে বিরোধীদের চাপের মুখে পড়ছে। বিশেষ করে কয়েকদিন আগে সংযুক্ত আরব আমীরশাহী গিয়েছিলেন মোদী। সেই সফরে তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন। পাকিস্তানকে বিশ্বম়্চে একা করে দেওয়ার পর তাঁদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মানতে পারছে না পাকিস্তান। প্রতিহিংসায় জ্বলছে। সেই কারণেই ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ হতে চলেছে।

চাপের কাছেই নতি স্বীকার ইমরানের
ইমরানের উপর চাপ সৃষ্টি করছিল পাকিস্তানের বিরোধী দলগুলি। সেই চাপের কাছেই নতি স্বীকার করে ইমরান খান ফের বন্ধ করে দিতে চলেছেন পাক আকাশপথের দরজা। উল্লেখ্য, এর আগে ভারতের সঙ্গে সমস্তরকম কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান সরকার।

আকাশপথ বন্ধ করে প্রতিবাদ
কাশ্মীর নিয়ে বিশ্বের দরবারে একঘরে হয়েছে পাকিস্তান। চিন ছাড়া কারও সমর্থন মেলেনি। তাই ফের প্রতিহিংসার পথে হাঁটছে ইমরান সরকার। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ফের ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়ার ভাবনা শুরু করেছেন। কাশ্মীকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় এবার আকাশপথ বন্ধ করে প্রতিবাদ জানাতে আগ্রহী পাকিস্তান।

বালাকোট এয়ারস্ট্রাইকের পর আবার
বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান আকাশ পথ বন্ধ করে দিয়েছিল ভারতের জন্য। পাঁচ মাস পর সম্পূর্ণ আকাশপথ খোলা হয়েছিল। কিন্তু সেই আকাশপথ ফের বন্ধ করে দেওয়ার বার্তা দিয়েছেন ইমরান খান। এমনকী পাকিস্তানের উপর দিয়ে ভার-আফগান সড়ক যোগাযোগও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান।

ফাওয়াদ হুসেনের টুইট বার্তায়
মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন টুইট করে জানান, ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধের কথা ভাবছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত-আফগান সড়ক যোগাযোগও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসলামাবাদ। এর ফলে বাণিজ্যে যেমন প্রভাব পড়বে, তেমনই মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখাও ভারতের অসুবিধা হয়ে দাঁড়াবে।