For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরিদের পাশে থাকার বার্তা ইমরান খানের

আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। নিজের দেশের স্বাধীনতা দিবসের দিনেও ইমরান খানকে ভাবিয়ে তুলেছে কাশ্মীরের কথা।

Google Oneindia Bengali News

আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। নিজের দেশের স্বাধীনতা দিবসের দিনেও ইমরান খানকে ভাবিয়ে তুলেছে কাশ্মীরের কথা। কাশ্মীরের জন্য দুঃখ প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরের বাসিন্দাদের জন্য কষ্ট হচ্ছে। ভারতের আগ্রাসনের শিকার হয়েছেন তাঁরা। তাই দেশের স্বাধীনতা দিবসের মতো আনন্দের দিনেই কাশ্মীরি ভাইদের দুঃখ দেখতে পারছেন না তিনি। কাশ্মীরি ভাইবোনেদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরিদের পাশে থাকার বার্তা ইমরান খানের

ভারতের স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু কাশ্মীর এবার পাকিস্তানেপ স্বাধীনতা দিবসের সিংহভাগ জুড়ে রয়েছে তা স্পষ্ট হয়ে গেল ইমরানের বার্তাতেই। ভারতের স্বাধীনতা দিবসের দিল কালা দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সব সরকারি দফতরে সেদেশের জাতীয় পতাকা কাল অর্ধনমিত রাখা হবে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদেই এই কালা দিবস পালন করা হবে বলে জানানো হয়েছে।

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]

বুধবার পাকিস্তানে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাক প্রেসিডেন্ট আরিফ অলভি বলেছেন, 'কাশ্মীরি এবং পাকিস্তানিরা এক। আমাদের দুঃখও এক। এই দুঃসময়ে আমরা কিছুতেই তাঁদের একা ছেড়ে দেব না। আমরা কাশ্মীরি ভাইয়ের পাশে আছি, থাকব। পাকিস্তান শান্তিকামী দেশ। আলোচনার মাধ্যমেই তাই কাশ্মীর সমস্যার সমাধান চায় পাকিস্তান।'

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান ভীষণভাবে এর বিরুদ্ধে সরব হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এমনকী সমঝোতা এক্সপ্রেস, বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পর্যন্ত নালিশ জানিয়েছে তারা।

English summary
Imran Khan assured 'Kashmiri brothers' that Pakistan stands with them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X