For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এটা জেহাদ, ঈশ্বরকে খুশি করতে এটা আমরা করছি', কাশ্মীর নিয়ে ফের হুঙ্কার ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলে একাধিক মানবাধিকার সম্পর্কীয় বক্তব্য রাখতে গিয়ে প্রচ্ছন্ন বার্তায় পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলে একাধিক মানবাধিকার সম্পর্কীয় বক্তব্য রাখতে গিয়ে প্রচ্ছন্ন বার্তায় পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তার পর থেকেই কাশ্মীরে নানা অশান্তি দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। এরপর ফের একবার কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বক্তব্য উঠে আসে পাক প্রধানমন্ত্রীর তরফে।

 'এটা জেহাদ'

'এটা জেহাদ'

কয়েক বছর আগে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা বুরহান ওয়ানিকে 'জেহাদি' তকমা দিয়েছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর ফের একবার কাশ্মীর ঘিরে অশান্তিকে 'জেহাদ' তকমা নিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান দাবি করেন ,' এটা জেহাদ। আমরা এটা করছি কারণ, আমরা চাই আল্লাহ খুশি থাকুন ' ।

পাক বিমানবন্দরে নেমেই বিস্ফোরক ইমরান

পাক বিমানবন্দরে নেমেই বিস্ফোরক ইমরান

মার্কিন সফর শেষ করে ইসলামাবাদে নেমেই , তাঁর পার্টি পিটিআইয়ের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে ইমরান বলেন, 'এটা একটা লড়াই। সময় যখন ভালো থাকবে না, তখন হাল ছেড়ে দিলে হবে না। হতাশ হওয়া উচিত নয়, যখন কাশ্মীরিরা আমাদের দিকেই তাকিয়ে রয়েছেন।'

 রাষ্ট্রসংঘে ইমরান

রাষ্ট্রসংঘে ইমরান

এর আগে, ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৫০ মিনিটের বক্তব্যে নিজের দেশের উন্নয়নের কথা কম বলে , কাশ্মীর নিয়ে একাধিক বার্তা দেন। ১৫ মিনিটের বাড়তি বক্তব্যে ইমরানের দাবি ছিল পশ্চিমী দুনিয়া 'ইসলামোফোবিয়া' থেকেই কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুলছে না।

<strong>[ 'সীমান্ত পার করতে হলে করে ছাড়ব', পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াতের]</strong>[ 'সীমান্ত পার করতে হলে করে ছাড়ব', পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াতের]

[আমেরিকা সফরেই জেনেছেন বৈচিত্র-পূর্ণ তামিল ভাষার কথা! ক্ষতে প্রলেপ দিয়ে ওড়ালেন 'গুজব'][আমেরিকা সফরেই জেনেছেন বৈচিত্র-পূর্ণ তামিল ভাষার কথা! ক্ষতে প্রলেপ দিয়ে ওড়ালেন 'গুজব']

English summary
Imran Khan again Targets Kashmir says its Jihad , want Allah to be with us."It (standing by Kashmiris) is jihad. We are doing it because we want Allah to be happy with us," Khan told his party workers after they received him at the airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X