For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিসভা ভেঙেছেন ইমরান, পাক-রাজনীতির নতুন সংযোজন এই পাঁচটি বিষয়

মন্ত্রিসভা ভেঙেছেন ইমরান, পাক-রাজনীতির নতুন সংযোজন এই পাঁচটি বিষয়

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে বিরোধীদের চমকে দিয়েছেন। ডেপুটি স্পিকার ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার পর ইমরান এই ঘোষণা করেছেন৷ পাকিস্তানের সাধারণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণে, ইমরান খান পাকিস্তানের জনগণকে 'নির্বাচনের জন্য প্রস্তুত হতে'বলেছেন৷ তিনি আরো বলেন, এই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সাদিক সানজরানি 'বিদেশী ষড়যন্ত্রের', অভিযোগে হাউস ভেঙ্গে দিয়েছেন এবং বলেছেন যে এই অনাস্থা প্রস্তাব 'অসাংবিধানিক'

মন্ত্রিসভা ভেঙেছেন ইমরান, পাক-রাজনীতির নতুন সংযোজন এই পাঁচটি বিষয়

রইল এই মুহুর্তের পাঁচটা গুরুত্বপূর্ন পয়েন্ট পাকিস্তানের রাজনীতির

এক, এই দিনটি পাকিস্তানের সাংবিধানিক ইতিহাসে একটি কালো দিন হিসাবে স্মরণ করা হবে, বলেছেন পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) নেতা শেহবাজ শরিফ, যিনি অনাস্থা ভোটে সফল হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন৷

দুই, ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন এবং অভিযোগ করেছেন যে বিরোধীরা তাকে অপসারণের জন্য ওয়াশিংটনের সঙ্গে ষড়যন্ত্র করছে কারণ তিনি রাশিয়া এবং চিনের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পক্ষ নেননি৷

তিন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল গত সপ্তাহে ৩৪২-সদস্যের বিধানসভায় কার্যকরভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে যখন একটি গুরুত্বপূর্ণ জোট অংশীদার বলেছে যে তাদের সাতজন আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে ভোট দেবেন। ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতাও ইমরানের বিরুদ্ধে যাওয়ার হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মন্ত্রিসভা ভেঙেছেন ইমরান, পাক-রাজনীতির নতুন সংযোজন এই পাঁচটি বিষয়

চার, শুধু অনাস্থা প্রস্তাব আটকে নিজের গদি বাঁচানোই নয় সঙ্গে আবার ভোট ঘোষণা করে নিজের গ্রহণযোগ্যতা গড়ার চেষ্টা করেছেন ইমরান।

পাঁচ, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী পাঁচবছর পূর্ণ করার মুখে নিজেই আবার ভোট ঘোষণা করেছেন৷ একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্থাবকে শক্ত হাতে সামলেছেন পাক-সেনাবাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষ করে।

ইমরানের সুপারিশ মেনে পাক পার্লামেন্ট ভাঙলেন রাষ্ট্রপতি, ফের ভোটের পথে পাকিস্তান ইমরানের সুপারিশ মেনে পাক পার্লামেন্ট ভাঙলেন রাষ্ট্রপতি, ফের ভোটের পথে পাকিস্তান

English summary
Imran has broken the pak-cabinet, these are the five new additions to Pak politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X