For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১ টা অ্যাটমবম্ব নিয়ে হামলা করলে ভারত ২০ টা বোমা ফেলে শেষ করে দেবে আমাদের', বার্তা মুশারফের

পুলওয়ামায় জইশ জঙ্গি গোষ্ঠীর হাতে ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার ঘটনায় রীতিমত ফুঁসে উঠছে গোটা দেশ। পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বিরুদ্ধে 'বদলা'র দাবিতে সরব কাশ্মীর থেকে কন্যাকুমারীকা।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জইশ জঙ্গি গোষ্ঠীর হাতে ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার ঘটনায় রীতিমত ফুঁসে উঠছে গোটা দেশ। পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বিরুদ্ধে 'বদলা'র দাবিতে সরব কাশ্মীর থেকে কন্যাকুমারী। এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুলে শিরোনাম কেড়ে নিয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট জেনারেল পরভেজ মুশারফ। ফের একবার তাঁর দাবি, কাশ্মীরে যাদের 'জঙ্গি ' বলা হচ্ছে, তারা আসলে 'মুজাহিদ্দিন', এরা কাশ্মীরকে রক্ষার জন্য এমন কাজ করছেন।

১ টা অ্যাটম বম্ব নিয়ে হামলা করলে ভারত ২০ টা বোমা ফেলে শেষ করে দেবে আমাদের, বার্তা মুশরফের


সংযুক্ত আরব আমিরশাহিতে এক প্রেস কন্ফারেন্সে এদিন মুশারফ একের পর এক তোপ দাগেন ভারতের বিরুদ্ধে। কাশ্মীর ও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখ খুলে তিনি বলেন, 'ভারত ও পাকিস্তানের সম্পর্ক একটা ভয়ানক পর্যায়ে চলে গিয়েছে আবার। সেখানে কোনও নিউক্লিয়ার আক্রমণ হবে না। যদি আমরা ভারতে ১ টি অ্যাটম বম্ব নিয়ে হামলা করি , তাহলে ওরা আমাদের ২০ টা বোমা নিয়ে এসে হামলা করবে। তাই এর সমাদান হিসাবে প্রথমেই ভারতে ৫০ টি অ্যাটম বম্ব নিয়ে হামলা করতে হবে। তাহলেই একমাত্র ওরা আমাদের ২০ টা বোমা নিয়ে আক্রমণ করতে পারবে না। আপনারা কী তৈরি প্রথমে ৫০ টি বোমা নিয়ে হামলা করতে?'

তাঁর দাবি, ইজরায়েল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায়। পাশাপাশি তাঁর দাবি, তিনি ফের একবার পাকিস্তানে ফিরে যেতে চান যদি তিনি দেখেন তাঁর জন্য পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি থাকবার সহয়াক। উল্লেখ্য, দেশ ছেড়ে বহুদিন ধরেই স্বেচ্ছা নির্বাসনে আমিরশাহিতে রয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন রাষ্ট্রপতি। কার্গিল যুদ্ধে পাকিস্তানের তরফে লড়াইয়ের অন্যতম কারিগর ছিলেন পরভেজ মুশারফ। এরপর পাকিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতি হিসাবে মসনদ দখল করলেও, পরে দেশ ছাড়তে বাধ্য় হন এই প্রাক্তন পাক সেনা অফিসার।

English summary
Former Pakistan president Pervez Musharraf has said India could "finish us by attacking with 20 (nuclear) bombs" if Pakistan launched even a single nuclear attack on the neighbouring country, according to Karachi-based newspaper Dawn.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X