For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ বছর পরে কান্দাহার বিমান অপহরণের প্রতিশোধ নিল ভারত

এদিন এয়ার স্ট্রাইকে ইব্রাহিম মারা গিয়েছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৯ সালের ডিসেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় আজহারের ভাই মহম্মদ রউফ ও দাদা ইব্রাহিম আজহার। এই কাজে তাকে সঙ্গত দিয়েছিল আইএসআই। এর বদলে মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয়েছিল তৎকালীন বাজপেয়ী সরকার। এদিন এয়ার স্ট্রাইকে ইব্রাহিম মারা গিয়েছে বলে খবর।

২০ বছর পরে কান্দাহার বিমান অপহরণের প্রতিশোধ নিল ভারত

এই ইব্রাহিম ১৯৯৯ সালে আইসি ৮১৪ বিমান অপহরণে যুক্ত ছিল। যার ফলে মাসুদ আজহার ছাড়া পায়। ইব্রাহিম জইশ ই মহম্মদের শীর্ষ জঙ্গি নেতাদের একজন। বহু জঙ্গি হামলায় সরাসরি জড়িত সে। ইব্রাহিম মারা যাওয়ায় বড় ধাক্কা খেল জইশ।

এদিন ভোর রাতে বালাকোটে জইশের প্রশিক্ষণ শিবির ও জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে বড় হামলা চালিয়েছে ভারত। ভোর রাতে মিরাজ ২০০০ বিমান দিয়ে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। ১২টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। ১৯৭১ সালের পর এই প্রথমবার ভারত পাক সীমান্তের একেবারে ভিতরে ঢুকে হামলা চালাল।

এই হামলায় অন্তত ৩০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে এতজনের মধ্যে সাধারণ জঙ্গি থেকে শুরু করে প্রশিক্ষক, কম্যান্ডার সকলেই ছিল। এই হামলাতেই কান্দাহার বিমান অপহরণের মূল হোতা ইব্রাহিম মারা গিয়েছে।

English summary
Ibrahim Azhar, the terrorist behind Kandahar plane hijack killed in IAF air strikes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X