For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ টাকার কম দামে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আনছে আইবিএম, অবিশ্বাস্য হলেও সত্যি

কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা আইবিএম ১০ টাকার কম দামে কম্পিউটার আনতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

মাত্র দশ টাকায় রাস্তার পাশের দোকানে পেট ভরে জলখাবারও আজকাল জোটে না। আর কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা আইবিএম ১০ টাকার কম দামে কম্পিউটার আনতে চলেছে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার হতে চলেছে এটি। 'আইবিএম থিঙ্ক ২০১৮' অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে।

১০ টাকার কম দামে সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আনছে আইবিএম

কম্পিউটারটির একটি প্রোটোটাইপ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। গবেষকরা কম্পিউটারটির কার্যকারিতা পরীক্ষা করছেন। আঙুলের ডগার উপরে রেখে তা তুলে ধরা যায়।

জানা গিয়েছে, ১৯৯০ সালের এক্স৮৬ চিপের সমান কাজ করতে পারবে আইবিএমের ছোট্ট কম্পিউটার। এটি এক মিলিমিটার বাই এক মিলিমিটার আকৃতির হবে। কয়েকশো ট্রানজিস্টর, চার মেগাবাইটের মত র‌্যাম, একটি সোলার সেল ও একটি কমিউনিক্যাশন মডিউল থাকবে এই কম্পিউটারটিতে।

এর সাহায্যে ডেটা অ্যানালিসিস, বিশ্লেষণ, আদান-প্রদান ও সেটি নিয়ে কাজ করা যাবে। দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যাবে কম্পিউটারটি। কবে এটি বাজারে আসবে এখন সেটার অপেক্ষা।

English summary
IBM just unveiled the ‘world’s smallest computer’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X