For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক হেফাজতেও বীর বিক্রমে রয়েছেন ভারতীয় বায়ুসেনা পাইলট, বীরত্ব দেখে হতবাক পাক সেনা

কোনওভাবেই ভারতীয় সেনার বীরত্বকে খাটো করতে পারবে না কেউ। পাকিস্তান তো খুবই তুচ্ছ দেশ।

  • |
Google Oneindia Bengali News

কোনওভাবেই ভারতীয় সেনার বীরত্বকে খাটো করতে পারবে না কেউ। পাকিস্তান তো খুবই তুচ্ছ দেশ। আর বীরত্বে ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা বা নৌসেনা কেউ কারও চেয়ে কম যায় না। এদিন পাকিস্তানে অভিযান চালাতে গিয়ে এক বায়ুসেনা পাইলট তথা উইং কম্যান্ডারকে নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান। তাঁর নাম অভিনন্দন ভার্তামান বলে খবর।

হেফাজতে মাথা উঁচিয়ে রয়েছেন ভারতীয় বায়ুসেনা পাইলট, বীরত্ব দেখে হতবাক পাক সেনা

ইন্ডিয়া টুডে-র খবর বলছে, অভিনন্দনকে জেরা করতে গিয়ে ঘোল খেয়ে গিয়েছে পাকিস্তানি সেনা। একেবারে বুক চিতিয়ে তিনি মুখোমুখি হয়েছেন পাকিস্তানি সেনার। দৃঢ় অথচ শান্ত গলায় চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাক সেনার প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বলা ভালো, যে প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন তা দিয়েছেন। আর যে তথ্য তিনি দিতে পারবেন না তা সযত্নে এড়িয়ে গিয়েছেন।

তিনি ভারতীয় তা বুক চিতিয়ে বলেছেন। হিন্দু সেটাও বলেছেন। পাকিস্তানি সেনা তাঁকে খাতির করে রেখেছে। সেটাও বলেছেন। তবে কোন বিমান চালাচ্ছিলেন, এদিকে কেন এসেছিলেন, বায়ুসেনার এসব তথ্যের কোনওটাই তিনি দেননি। শান্ত গলায় বলেছেন, এসব সম্পর্কে কোনও তথ্যই তিনি বলতে পারবেন না।

[আরও পড়ুন:ফের মিথ্যা বলে ধরা পড়ল পাকিস্তান, ফের বিশ্বের দরবারে ইমরানের মাথা হেঁট][আরও পড়ুন:ফের মিথ্যা বলে ধরা পড়ল পাকিস্তান, ফের বিশ্বের দরবারে ইমরানের মাথা হেঁট]

এমন বীর কম্যান্ডারের দৃঢ়তা দেখে পাকিস্তানি সেনাও মুগ্ধ হয়ে গিয়েছে। তাঁকে ছাড়িয়ে আনার সমস্ত প্রয়াস শুরু করে দিয়েছে ভারত। কূটনৈতিক স্তরে সবরকমের আলোচনা ও পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি তিনি ভারতে ফিরে আসবেন।

[আরও পড়ুন: সীমান্তে বাড়ছে 'টেনশন'! বর্ধমানের পানাগড়ের সেনা ঘাঁটিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি][আরও পড়ুন: সীমান্তে বাড়ছে 'টেনশন'! বর্ধমানের পানাগড়ের সেনা ঘাঁটিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি]

English summary
IAF wing commander Abhinandan shows courage in Pakistan custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X