For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরিবার চেয়েছিল বিয়ে করি, কিন্তু আমি চেয়েছি পার্টির ডিজে হতে'

  • By Bbc Bengali

পুজা শেঠ, তার ডিজে কনসোলের সামনে।
BBC
পুজা শেঠ, তার ডিজে কনসোলের সামনে।

ভারতের নাইটক্লাবগুলোতে নারী ডিজে'র দেখা পাওয়া বেশ বিরল ঘটনা।

ফটোগ্রাফার শায়ন হাজরার সাথে দেখা হয়েছিল ব্যাঙ্গালোরের ডিজে পুজা শেঠ-এর।

"আমি চাই মানুষ আমার বাজানো গানগুলো উপভোগ করবে। আমার কাছে এগুলো মুক্তির গান," বলছেন তিনি, "এগুলোর মাধ্যমে আমি বাইরের দুনিয়ার কাছে নিজেকে তুলে ধরতে চাই।"

পুজা শেঠ তার ডিজে কেরিয়ার শুরু করেন ২০১৪ সালে। ব্যাঙ্গালোরের পানশালাগুলো গানবাজনার জন্য বিখ্যাত।

পার্টিতে ডিজের কাজে ব্যস্ত পুজা শেঠ।
BBC
পার্টিতে ডিজের কাজে ব্যস্ত পুজা শেঠ।

"আমি যখন ক্লাবগুলোতে বাজাতে শুরু করলাম তখন ভারতের বিভিন্ন শহর, এমনকি বিশ্বের নানা দেশে থেকে আসা মহিলা ডিজে-দের সাথে আমার দেখা হতো। কিন্তু সে সময় ব্যাঙ্গালোরে একজন সারী ডিজে ছিল না।"

এর পরের দিনগুলোতে তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়ে গান বাজানো শুরু করেন তখন লোকে 'ব্যাঙ্গালোরের একমাত্র নারী ডিজে' নামে তার পরিচয় দিতে শুরু করে।

পুজা শেঠের রয়েছে অগনিত ভক্ত।
BBC
পুজা শেঠের রয়েছে অগনিত ভক্ত।

আরো পড়তে পারেন:

ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাচ্ছেন যে নারী

সন্তানপ্রসবের ৩০ মিনিট পরেই পরীক্ষা দিলেন এই নারী

ভারতের দ্রুততম নারীর স্পষ্ট ঘোষণা- তিনি সমকামী

'সুন্দর' হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা নারীরা

কিন্তু ডিজে হিসেবে কেরিয়ার গড়ে তোলা তার জন্য খুব সহজ ছিল না, বলছেন পুজা শেঠ। পূর্ব ভারতের এক গ্রাম তার জন্ম। পরিবার বেশ রক্ষণশীল। কিন্তু তিনি ঘরের মধ্যে বন্দি না থেকে নিজের কেরিয়ার গড়ে তুলতে চেয়েছেন।

"আমার বাবা-মা সবসময় চেয়েছি আমি বিয়েথা করে সংসারী হই। কিন্তু আমি তা চাইতাম না।"

পুজা শেঠ-এর অ্যালবামে পরিবারের স্মৃতি।
BBC
পুজা শেঠ-এর অ্যালবামে পরিবারের স্মৃতি।

নিজের স্বপ্ন পূরণ করার জন্য স্কুলের পড়া শেষ হওয়ার পর তিনি ঘরে ছেড়ে পারিয়ে যান।

"আমার যে সমাজ সেখানে মেয়েদের কাজ করতে দেয়া হয় না। অনেক মেয়ে স্বামীর ঘরে যাওয়ার আগে বাড়ি থেকে বেরই হয় না। এজন্যেই আমাকে ঘর ছাড়তে হয়।"

ডিজের কাজের পাশাপাশি রয়েছে ঘরকন্নার দায়িত্ব।
BBC
ডিজের কাজের পাশাপাশি রয়েছে ঘরকন্নার দায়িত্ব।

বিবিসি বাংলায় আরও খবর:

নুসরাত হত্যা: আটক হলো ফেরারি ওসি মোয়াজ্জেম

ঢাকার বাসিন্দাদের যেসব তথ্য পুলিশকে জানাতে হবে

কাজের সন্ধানে পুজা শেঠ হাজির হন ব্যাঙ্গালোরে। সেখানে তিনি কিছুদিন এয়ার স্টুয়ার্ডেস হিসেবে কাজ করেন।

সেখানেই তিনি প্রথমবারের মতো কোন পার্টিতে যোগ দেন।

"পার্টিতে গিয়ে প্রথম যার দিকে আমার নজর পড়লো সে হলো ডিজে। আমার মনে আছে আমি খুবই চমৎকৃত হয়েছিলাম।"

তখনই তিনি বুঝতে পারেন তিনি আসলে কী করতে চান।

নিজের কাজ নিয়ে তৃপ্ত পুজা শেঠ।
BBC
নিজের কাজ নিয়ে তৃপ্ত পুজা শেঠ।

"এরপর ব্যাঙ্গালোরের ক'জন ডিজে'র সাথে আমার পরিচয় হয়। তারা আমাদের ডিজে'র কাজের প্রাথমিক দিকগুলো সম্পর্কে ধারণা দেন। বাকি কাজ আমি ইউটিউব ভিডিও দেখে শিখে ফেলি।"

এরপর গত পাঁচ বছরে মিস শেঠ দেশের বিভিন্ন জায়গায় সাড়ে চারশোর বেশি অনুষ্ঠানে গান বাজিয়েছেন।

যথেষ্ট গ্ল্যামার থাকলেও ভারতে ডিজেৰর কাজে বেশ ঝুঁকিও রয়েছে, বলছেন তিনি। "মানুষ সব সময় আমাকে বলে এটা মেয়েদের কাজ না।"

ডিজের কাজ যথেষ্ট গ্ল্যামারাস। কিন্তু পরিশ্রম আর ঝুঁকিও রয়েছে অনেক।
BBC
ডিজের কাজ যথেষ্ট গ্ল্যামারাস। কিন্তু পরিশ্রম আর ঝুঁকিও রয়েছে অনেক।

"ক্লাবগুলিতে প্রায়ই মাতাল লোকেরা এসে আমার সাথে কথা বলতে চায়। অনেকে আমার কাছ থেকে ফোন নাম্বারও চায়। কিন্তু আমি তাদের উপেক্ষা করি। বেশি ঝামেলা করলে বাউন্সাররা এসে সেটা সামাল দেয়।"

কিন্তু এসব সমস্যার পরও তিনি দমে যান না।

"আমার কাজের সবচেয়ে ভাল দিক হলো মানুষজন আমার বাজনার সাথে নাচতে পছন্দ করে। তারা আমার সঙ্গীতের সাথে যুক্ত হয়। এই ভাল লাগার জন্যই লোকে আমার অনুষ্ঠানে আসে।"

ছবি: শায়ন হাজরা

English summary
I Wanted to be a DJ , confession of an woman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X