For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিমদের ভাবাবেগকে শ্রদ্ধা করি, কিন্তু সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়! ফের বার্তা ম্যাঁক্রোর

মুসলিমদের ভাবাবেগকে শ্রদ্ধা করি, কিন্তু সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়! ফের বার্তা ম্যাঁক্রোর

  • |
Google Oneindia Bengali News

ফ্রান্সে ইসলামি সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই ফুঁসছে গোটা বিশ্ব। এদিকে ইতিমধ্যেই 'ধর্মের আধারে ইসালামি মৌলবাদ’ নিয়ে মুখ খুলে যখন তামাম মুসলিম বিশ্বের রোষের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অন্যদিকে আবার ম্যাক্রোঁকে সমর্থন করতে দেখা গেছে অন্যান্য একাধিক দেশের রাষ্ট্রপ্রধানকেই। এমতবস্থায় একটি আরব ভিত্তিক সংবাদ সংস্থার বিশেষ সাক্ষাৎকারে খানিক সুর নরম করতে দেখা গেল তাকে।

শার্লি এবদোর ব্যঙ্গচিত্রের হাত ধরেই মুসলিম বিশ্বের রোষানলে ফ্রান্স

শার্লি এবদোর ব্যঙ্গচিত্রের হাত ধরেই মুসলিম বিশ্বের রোষানলে ফ্রান্স

প্রসঙ্গত উল্লেখ্য, হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন ছাপার অভিযোগে ২০১৫ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল ফ্রান্সের বিখ্যাত ব্যঙ্গ পত্রিকা ‘শার্লি এবদো'। যাতে মারা যান ফ্রান্সের বিশিষ্ট কার্টুনিস্ট-সহ ১২ জন। কিন্তু তারপরেও হার না মানা মনোভাব নিয়ে চলতি বছরেই ফের ওই কার্টুন ছাপার সিদ্ধান্ত নেয় শার্লি এবদো। তারপরেই একের পর এক সন্ত্রাসী হানার কবলে পড়ছে ফ্রান্স।

ইসলামি সন্ত্রাসী হানা জর্জরিত ফ্রান্স

ইসলামি সন্ত্রাসী হানা জর্জরিত ফ্রান্স

মাসখানেই আগেই শার্লি এবদোর পুরনো দফতরের সামনে ছুরি হাতে এলোপাথারি হামলা চালাতে দেখা যায় এক সন্ত্রাসবাদীকে। পরবর্তীতে পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে গিয়ে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন ফ্রান্সের এক শিক্ষক। তারপরেই গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসেই এক শিক্ষকের মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। গত মাসের শেষেই হামলা চলে ফ্রান্সের নিস শহরে ঐতিহাসিক নোতরদাম গির্জাতেও।

 চাপের মুখে পড়েই কী সুর নরম ?

চাপের মুখে পড়েই কী সুর নরম ?

এদিকে এর আগে একাধিক ইসলামিক সন্ত্রাসবাদের কড়া ভাষায় নিন্দা করতে দেখা ইমানুয়েল ম্যাক্রোঁ। মানুষের বাক স্বাধীনতার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। উল্টোদিকে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র কাণ্ড সামনে আসার পরেই ফ্রান্সকে বাণিজ্যিক ভাবে বয়কটের রাস্তায় হাঁটে একাধিক মুসলিম প্রধান দেশ। তোপ দাগতে থাকেন একাধিক ইসলামিক দেশের রাষ্ট্রপ্রধানরা। ওয়াকিবহাল মহলের ধারণা তারপরেই চাপের মুখে পড়ে খানিক সুর নরম করলেন ম্যাঁক্রো।

 অযথা বিতর্কের জন্ম দেওয়ায় একাধিক মুসলিম রাষ্ট্রনেতার বিরুদ্ধেও তোপ ম্যাঁক্রোর

অযথা বিতর্কের জন্ম দেওয়ায় একাধিক মুসলিম রাষ্ট্রনেতার বিরুদ্ধেও তোপ ম্যাঁক্রোর

এদিনের বিশেষ সাক্ষাৎকারে ফ্রান্সের রাষ্ট্রপতি বলেন, " ব্যঙ্গচিত্রের মাধ্যমে হজরত মহম্মদের অবমাননায় মুসলমান সমাজের অনুভূতি কেমন হতে পারে তা আমি বুঝতে পারছি। তাদের ভাবাবেগকে আমি শ্রদ্ধা করি। তার তার বদলা হিসাবে সন্ত্রাসবাদকে কখনওই মান্যতা দেওয়া যায়না। তাই এই মুহূর্তে আমার ভূমিকা কী হওয়া উচিত সেটা অবশ্যই আপনাদের বুঝতে হবে।" এই বক্তব্যের পাশাপাশি যে সমস্ত মুসলিম প্রধান দেশের রাষ্ট্রনেতারা এতদিন ম্যাঁক্রোর বিরুদ্ধে একাধিক বিতর্কের জন্ম দিচ্ছিলেন তাদেরও কড়া ভাষায় সমালোচনা করতে দেখা যায় তাকে।

বঙ্গভুক্তির ৬৫ বর্ষে পদার্পণ পুরুলিয়ার, উঠল যেসব দাবিবঙ্গভুক্তির ৬৫ বর্ষে পদার্পণ পুরুলিয়ার, উঠল যেসব দাবি

English summary
French President Emmanuel Macron speaks out against rising Islamic terrorism in France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X