For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ দিনের মধ্যে ভোট ঘোষণা না হলে ফিরব ইসলামাবাদে’‌, চরম হুঁশিয়ারি দিয়ে আন্দোলন প্রত্যাহার ইমরানের

৬ দিনের মধ্যে ভোট ঘোষণা না হলে ফিরব ইসলামাবাদে’‌, চরম হুঁশিয়ারি দিয়ে আন্দোলন প্রত্যাহার ইমরানের

Google Oneindia Bengali News

৬ দিনের মধ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে। না হলে ফের উত্তাল হবে ইসলামাবাদ। হুঁশিয়ারি দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন ইমরান খান। ইমরান খানের মিছিল ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ইসলামাবাদ। গুলি, বোমা, সংঘর্ষ ঘটেছে দফায় দফায়। ইমরান খানের আজাদি মার্চ ঘিরে উত্তাল হয়ে উঠছিল ইসলামাবাদ। পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করা হয়েছিল রাস্তায়।

ফের ময়দানে ইমরান

ফের ময়দানে ইমরান

ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর এই প্রথম রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা গেল ইমরান খানকে। বিরোধীদের মোকাবিলায় এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছেন তিনি। গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করেনি বিরোধীরা। ইমরান খান বারবারই নির্বাচিত সরকার দাবি করেছিেলন। এবার তাই একেবারে ইসলামাবাদের রাস্তায় নামতে দেখা গেল তাঁকে। আজাদি মার্চের ডাক দিয়েছিলেন তিনি। হাজার হাজার কর্মী সমর্থক ইমরানের আজাদি মার্চে অংশ নেন। এক প্রকার ক্ষমতা থেকে অপসারণের পর নিজের শক্তি প্রদর্শণ করেছেন তিনি।

উত্তপ্ত পাকিস্তান

উত্তপ্ত পাকিস্তান

ইমরানের আজাদি মার্চ ঘিরে ফের উত্তপ্ত পাকিস্তান। শুধু ইসলামাবাদ নয় একাধিক জায়গায় মিছিল করেছেন ইমরানের দল তেহেরিক-ই-ইনসাফের কর্মী সমর্থকরা। ইসলামাবাদা, রাওলপিণ্ডি, করাচি, লাহোর, খাইবার পাখতুনওয়া সহ একাধিক জয়গায় মিছিল করেছেন ইমরানের দলের কর্মীসমর্থকরা। ইমরান নিজে ছিেলন ইসলামাবাদের ব়্যালিতে। একাধিক জায়গায় ইমরান খানের আজাদি মার্চ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইসলামাবাদ সহ একাধিক জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল। সংঘর্ষ, গুলি চালানোর মত ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সে, লাঠিচার্জ, জলকামান চালানো হয়েছে।

আন্দোলন প্রত্যাহার

আন্দোলন প্রত্যাহার

অশান্তির জেরে সেনা নামাতে হয়েছিলে ইসলামাবাদের রাস্তায়। শেেষ আন্দোলন প্রত্যাহার করেন ইমরান খান। কিন্তু হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন তিনি। কড়া বার্তা দিয়ে ইমরান খান বলেছেন আগামী ৬ দিনের মধ্যে সাধারণ নির্বাচন ঘোষণা না করা হলে ফের উত্তপ্ত হয়ে উঠবে ইসলামাবাদ। ফিরবেন তিনি। যদিও এদিন ইসলামাবাদে পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয়েছিল ইমরান খানকে। শহর থেকে ৫০ কিলোমিটার দূরেই তাঁকে আটকে দেয় পুিলশ। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন শাহবাদ শরিফের সরকার যতক্ষণ না নির্বাচন ঘোষণা করবে ততক্ষণ তাঁর দলের সমর্থকরা ডিকে চক ছেড়ে যাবেন না।

সাধারণ নির্বাচনের দাবি

সাধারণ নির্বাচনের দাবি

ইমরান খানকে আস্থা ভোটে হারিয়ে সরকার গড়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী হয়েেছন শাহবাদ শরিফ। দেশের অর্থনৈতিক অবস্থা ইমরানের ভুল নীতির কারণে একেবারে তলানিেত এসে ঠেকেছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তারপরেই জোট বাঁধতে শুরু করেছিলেন বিরোধীরা। ইমরানের দলের অনেক সাংসদই পদত্যাগ করে বিরোধীদের দলে নাম লিখিয়েছিলেন। তারপরেই পদত্যাগ করতে বাধ্য হন ইমরান খান।

 ইমরান খানের পদযাত্রায় তীব্র বিশৃঙ্খলা! অগ্নিগর্ভ ইসালামাবাদের রাস্তায় সংঘর্ষ-গুলি ইমরান খানের পদযাত্রায় তীব্র বিশৃঙ্খলা! অগ্নিগর্ভ ইসালামাবাদের রাস্তায় সংঘর্ষ-গুলি

English summary
Imran Khan withdraw protest rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X