For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি একা রয়েছি হোয়াইট হাউসে..', ক্রিসমাসে ট্রাম্পের টুইট কোন ইঙ্গিত দিচ্ছে

মার্কিন-মোক্সিকো দেওয়াল তুলতে তৎপর ট্রাম্পপ্রশাসন। আর সেই দেওয়াল তুলতে প্রয়োজনীয় টাকা কোথা থেকে উঠে আসবে, সেই ইস্যুতে তোলপাড় মার্কিন রাজনীতি। এর জেরে আংশিক অচলাবস্থান মুখে পড়েছে সেদেশের প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন-মোক্সিকো দেওয়াল তুলতে তৎপর ট্রাম্পপ্রশাসন। আর সেই দেওয়াল তুলতে প্রয়োজনীয় টাকা কোথা থেকে উঠে আসবে, সেই ইস্যুতে তোলপাড় মার্কিন রাজনীতি। এর জেরে আংশিক অচলাবস্থান মুখে পড়েছে সেদেশের প্রশাসন। আর ক্রিসমাসের মরশুমে এমন অচলাবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট বিতর্ক আরও উস্কে দিয়েছে।

আমি একা রয়েছি হোয়াইট হাউসে.., ক্রিসমাসে ট্রাম্পের টুইট কোন ইঙ্গিত দিচ্ছে

মার্কিন-মেক্সিকো প্রাচীর ঘিরে ট্রাম্প-এর টুইট উঠে আসে ক্রিসমাসের ঠিক আগে। যেখানে সারা দুনিয়া ভেদাভেদ ভুলে একাত্ম হওয়ার চেষ্টা করছে বড়দিনের আমেজে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট তৎপর হয়েছেন দেওয়াল তুলতে। মূলত, সীমান্ত নিরাপত্তার চিন্তাই তাঁকে বিচলিত করছে বলে দাবি করছে ট্রাম্প শিবির। নিজের টুইটে ট্রাম্প লিখেছেন,'আমি একদম একা রয়েছি হোয়াইট হাউসে, অপেক্ষা করছি ডেমোক্র্যাটসদের জন্য, যাতে তাঁরা ফিরে এসে সীমান্ত নিরাপত্তা বিষয়ে একটি অবস্থানে আসে।'

উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেওয়াল তৈরির বরাদ্দ নিয়ে মার্কিন সংসদে বাজেট পেশ করতে ব্যর্থ হয় সেদেসের ফেডারেল সরকার। এরপরই 'ডেমোক্র্যাট'-দের 'হিপোক্র্যাট'বলে অখ্যা দেন ক্ষুব্ধ ট্রাম্প। উল্লেখ্য, সোমবার থেকে মার্কিন প্রশাসনের আংশিক অচলাবস্থা আরও বিপাকে ফেলে ট্রাম্পকে। ছুটির মরশুমে বহু সাংসদ উপস্থিত না থাকায় কার্যত 'একঘরে' হয়ে যাওয়ার মত পরিস্থিতিতে পড়ে গিয়েছেন তিনি। এমনই দাবি ট্রাম্প বিরোধীদের। আর তারপরই ক্রিসমাসের আমেজে উঠে আসে ট্রাম্পের এই বিতর্কিত টুইট।

English summary
Christmas Eve grievances billowing from the White House on Monday formed a heavy cloud of Yuletide gloom.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X