For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারিকেন ইরমার দাপটে ব্যাপক ক্ষতি ফ্লোরিডায়, কমপক্ষে ৩৮ জনের মৃত্যু

'হারিকেন ইরমা'র দাপটে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি। কিউবায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত ইরমার দাপটে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

'হারিকেন ইরমা'র দাপটে কিউবায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সপ্তাহান্তে কিউবায় এই ঝড় হয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত ইরমার দাপটে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

হ্যারিকেন ইরমার দাপটে ব্যাপক ক্ষতি ফ্লোরিডায়, কমপক্ষে ৩৮ জনের মৃত্যু

ঝড় ঘটিত দুর্ঘটনা, বাড়ি ভেঙে পড়াতেই বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। কিউবার হাভানা, ম্যাটানজাস, স্য়াংটি স্পিরিটাস এবং সিগো ডি অ্যাভিলায় প্রবল ঝড় আছড়ে পড়ে। এখনও পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।

এদিকে, প্রাবল্য দেখানোর পর 'হারিকেন ইরমা' আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উত্তর পশ্চিম উপকূলে ওপর এখন রয়েছে 'ইরমা'। প্রাবল্য কমে যাওয়ায় সেখানে 'ইরমা'কে এখন ক্য়াটেগরি ওয়ানের আওতায় রাখা হয়েছে।

ঘন্টায় ৮৫ মাইল বেগে এখন এই ঝড় বইছে। ফ্লোরিডার উত্তর অংশে এবং দক্ষিণ জর্জিয়ায় আঘাত হানার সম্ভাবনা।

'ইরমা' থেকে বাঁচাতে সরকারি তরফে ফ্লোরিডা পেনিনসুলার প্রায় ৬০ লক্ষ মানুষকে সরে যেতে বলা হয়েছিল। যেই সংখ্যাটা আমেরিকার ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সেই সময় ক্য়াটেগরি ফোর-এর আওতায় ছিল 'হারিকেন ইরমা'।

এখনও পর্যন্ত ফ্লোরিডার এলাকার পর এলাকা বিদ্যুৎ বিহীন। স্টেট এমারজেন্সি রেসপন্স টিম একনাগারে কাজ করে চলেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ামির দাদে। যেখানে ৮ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন। ব্রোওয়ার্ডে বিদ্যুৎহীন পাম প্রায় ৬ লক্ষ বাড়ি এবং পাম বিচে বিদ্যুৎহীন প্রায় ৫ লক্ষ বাড়ি।

English summary
Irma weakens to category 1 hurricane but still poses threat. Worst effected areas are Florida in US and Havana in Cuba.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X