For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী থালি' তৈরি হচ্ছে মার্কিন মুলুকে! 'হাউডি মোদী' জ্বরে কাঁপছে ট্রাম্পের দেশ

ক্রমেই ডোনাল্ড ট্রাম্পের দেশ কাঁপছে মোদী-জ্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টনে নরেন্দ্র মোদীর 'হাউডি মোদী' অনুষ্ঠানের আগে ভারতীয় প্রধানমন্ত্রীকে ঘিরে চড়েছে উত্তেজনার পারদ।

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ডোনাল্ড ট্রাম্পের দেশ কাঁপছে মোদী-জ্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে নরেন্দ্র মোদীর 'হাউডি মোদী' অনুষ্ঠানের আগে ভারতীয় প্রধানমন্ত্রীকে ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। সেখানে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর জন্য তৈরি হয়ে গিয়েছে বিশেষ 'মোদী থালি'। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিশেষ পদে সাজছে এই থালি।

মোদীর জন্য বিশেষ থালি

মোদীর জন্য বিশেষ থালি

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে মার্কিন মুলুকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই বিশেষ সভায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হোটেলে মোদী থাকতে চলেছেন, সেখানে মোদীর জন্য খাবার তৈরি করছেন ভারতীয় শেফ কিরণ বর্মা ।

'নমো থালি'

শেফ কিরণ বর্মা ইতিমধ্যেই বিশেষ 'মোদী থালি'র একটি ঝলক দেখিয়ে দিয়েছেন। যার মধ্যে থাকছে 'দেশী ঘি' এর রান্না করা বিভিন্ন পদ। মোদীর পছন্দের ডিশগুলিকে মাথায় রেখে তৈরি হচ্ছে এই পদ। প্রসঙ্গত, মোদীর মার্কিন সফরে ২২ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে 'হাউডি মোদী'। যা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

কী থাকছে 'নমো থালি' -তে!

কী থাকছে 'নমো থালি' -তে!

'নমো থালি'তে থাকছে, মেঠি থেপলা, সিঙ্গারা, পুঁদিনা চাটনি। থাকছে কচুরি, তেঁতুলের চাটনি, ডাল, খিচড়ি, খাণ্ডভি। এছাড়া থালির মিষ্টির অংশে থাকছে, গাজরের হালুয়া, রস মালাই, শ্রীখণ্ড, গুলাব জামুন, ক্ষীর।

[ বালাকোটে গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি ফের জেগে উঠেছে][ বালাকোটে গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি ফের জেগে উঠেছে]

[ মার্কিন মুলুকে পা রেখেই ঝড় তুললেন মোদী! বিমানবন্দর থেকেই খবরে ভারতীয় প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও][ মার্কিন মুলুকে পা রেখেই ঝড় তুললেন মোদী! বিমানবন্দর থেকেই খবরে ভারতীয় প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও]

English summary
Howdy Modi,indian Origin Chef prepares Special Namo Thali .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X