For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ণ বিদ্বেষের বিভেদ মুছল এক লহমায়! ভাইরাল ভিডিওয় মানবতার বার্তা

একটা সময় ছিল যখন কালো কিংবা সাদার লড়াই ছিল প্রবল। কিন্তু মানবতায় উভয়পক্ষের বিশ্বাস যে পুনরুদ্ধার হয়েছে, তা একটি ভিডিও থেকেই পরিষ্কার।

  • |
Google Oneindia Bengali News

একটা সময় ছিল যখন কালো কিংবা সাদার লড়াই ছিল প্রবল। কিন্তু মানবতায় উভয়পক্ষের বিশ্বাস যে পুনরুদ্ধার হয়েছে, তা একটি ভিডিও থেকেই পরিষ্কার।

বর্ণ বিদ্বেষের বিভেদ মুছল এক লহমায়! ভাইরাল ভিডিওয় মানবতার বার্তা

আমেরিকা আউট লাউডের কো-হোস্ট কেভিন ডব্লু টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে কালো চামরার দুই ব্যক্তি একজন বয়স্ক সাদা চামরার মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মহিলা গাড়ির গ্যাসের বিল দিতে গিয়ে বিপাকে পড়েন। সেই সময় রক্ষা করেন ওই দুই ব্যক্তি। কান্নায় মহিলার দুই চোখ ভেসে যাচ্ছিল। ওই মহিলা বলেন, সম্প্রতি তিনি স্বামীকে হারিয়েছেন। ফলে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।

ওই দুজন খেয়াল করেন এক বয়স্ক মহিলা গ্যাসের বিল মেটাতে গিয়ে খুচরো পয়সা বের করছেন। সেই সময় তারা সাহায্যের জন্য এগিয়ে যান। এরপরেই তারা জানতে পারেন, মহিলা সম্প্রতি স্বামীকে হারিয়েছেন। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ফরে তারাই ফারাক গড়ে দিতে পারেন। টুইটে এমনটাই লেখা হয়েছে।

এই ভিডিও রিটুইট করা হয়েছে কমপক্ষে দুলক্ষবার। আর লাইক করা হয়েছে সাতলক্ষবার। টুইট আর রিটুইটে সাহায্যকারী দুই ব্যক্তির প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। দুই ব্যক্তির মধ্যে একজনকে কমেডিয়ান কার্লোস ডেভিস বলেও সনাক্ত করা হয়েছে।

মহিলার অবস্থা দেখে গাড়ি থেকে নেমে আসেন ওই দুই ব্যক্তি। লড়াইয়ের কথা জানার পর ওই মহিলাকে কিছু টাকা সাহায্য করেন ওই দুই ব্যক্তি। বয়স্ক ওই মহিলাকে সান্ত্বনাও দেন তাঁরা। তাঁকে আর টাকা ফেরাতে হবে না বলেও জানান ওই দুই ব্যক্তি।

English summary
How these two men treated the elderly woman has deeply touched the Internet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X