For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পকে সাক্ষী রেখে শুধু পাকিস্তান নয়, চিনকেও চাপে ফেলে দিলেন মোদী

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারত-আমেরিকা মৈত্রী ও আরও সুসম্পর্কের পক্ষে মোদী পক্ষে সওয়াল করেছেন। তিনি দু'দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। এবং তাতে মোদী এবং ট্রাম্প দুজনেই আগ্রহী বলে জানিয়েছেন।

মোদী-ট্রাম্প কাছাকাছি

মোদী-ট্রাম্প কাছাকাছি

ডোনাল্ড ট্রাম্পের গলাতেও একই সুর শোনা গিয়েছে। তিনিও জানিয়েছেন, ভারত তাঁদের বিশ্বস্ত বন্ধু। এমনকী নরেন্দ্র মোদীও। যার ফলে হিউস্টনের মঞ্চ থেকে ভারত-আমেরিকা বন্ধুত্বের বার্তা সারা বিশ্বের সামনে প্রতিফলিত হয়েছে।

চিনের কাছে সুসংবাদ নয়

চিনের কাছে সুসংবাদ নয়

এখন ঘটনা হল ভারত আর আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু শুধু পাকিস্তান নয় চিনের কাছেও খুব একটা সুখের সংবাদ নয়। আমেরিকা ভারতকে বন্ধু ধরে নিরাপত্তা পরিষদে জায়গা করে দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছে। পাকিস্তানি জঙ্গি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার ক্ষেত্রেও বারবার ভারতের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা।

 চিনের সমর্থন ছিল পাকিস্তানকে

চিনের সমর্থন ছিল পাকিস্তানকে

এই ঘটনায় চিন কিন্তু সমর্থন করেছিল পাকিস্তানকে। যদিও শেষ অবধি রাষ্ট্রপুঞ্জ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। ভারত-আমেরিকার চাপে পড়ে রবিবার হিউস্টনে শুধু নরেন্দ্র মোদী নন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন কীভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে।

আশঙ্কা বাড়ল চিনের

আশঙ্কা বাড়ল চিনের

ভারত-আমেরিকা বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে আগামিদিনে যে আরও সমন্বয় তৈরি হবে সেটা ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন। যা অবশ্যই চিনের কাছে দুশ্চিন্তার। ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক হোক অথবা প্রতিরক্ষা ঘনিষ্ঠতা বাড়লে বিপদ কিন্তু চিনের। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানকে ঘিরে মোদি ও ট্রাম্প তথা ভারত-আমেরিকা যেভাবে আরও কাছাকাছি এল তাতে পাকিস্তান তো বটেই চিনাদেরও শঙ্কিত হওয়ার অনেক কারণ রইল।

[ ইমরানের মুখ খোলার পথ বন্ধ করে দিলেন মোদী, মস্ত চালে 'ক্লিন বোল্ড' পাকিস্তান][ ইমরানের মুখ খোলার পথ বন্ধ করে দিলেন মোদী, মস্ত চালে 'ক্লিন বোল্ড' পাকিস্তান]

[ কাশ্মীর নিয়ে পাকিস্তানকে এবার নাগপাশে জড়িয়ে ইমরানদের মুখোশ খুলতে চলেছেন মোদী! UNGA ঘিরে চড়ছে পারদ][ কাশ্মীর নিয়ে পাকিস্তানকে এবার নাগপাশে জড়িয়ে ইমরানদের মুখোশ খুলতে চলেছেন মোদী! UNGA ঘিরে চড়ছে পারদ]

English summary
How PM Modi encash Howdy Modi event to trouble not only Pakistan but China also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X