গিলগিটের জমি কীভাবে ইমরানের কবল থেকে ক্রমেই হাতছাড়া হচ্ছে! কোন গভীর খাতের সামনে পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে চিনের যৌথ উদ্যোগে বড়সড় প্রকল্প শুরু হতে চলেছে। যা সংগঠিত হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। যে কাশ্মীর নিয়ে গর্ব করে ইসলামাবাদ। এদিকে, গিলগিট বালতিস্তানে পাকিস্তানের রাজত্ব কায়েমের বর্ষপূর্তি ঘিরে পাকিস্তানের প্রবল দর্পে এগিয়ে চলেছে। এমন এক পরিস্থিতিতে গালগিটের আসল চেহারার খতিয়ান দেখে নেওয়া যাক।

'দেহশতগর্দি হ্যায়.. উসকে পিছে ওয়ার্দি হ্যায়'
পাকিস্তানে রাষ্ট্রীয় সন্ত্রাস একটি সাংঘাতিক পর্যায়ে চলে গিয়েছে গিলগিট বালতিস্তানে। এলাকার বাসিন্দারা সেই নিয়ে রাষ্ট্রসংঘেও মুখ খুলেছে। পাকিস্তান সেনার দাপটে প্রবলভাবে অত্যাচারিত হচ্ছেন সেখানের মানুষ। রাতারাতি সেখানে পাক সেনা মানুষ গুম করছে বলেও অভিযোগ রয়েছে। তাই 'দেহশতগর্দি (হিংসা)হ্যায়.. উসকে পিছে ওয়ার্দি হ্যায় ' র মতো স্লোগান গিলগিটের দিকে দিকে ইমরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ জাহির করতে শুরু করেছে।

চিনের লোভ, সিপিইসি ও গিলগিট
পাকিস্তানের সেনার হাতে গিলগিটে র একাধিক মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতাকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে। যে ব্যক্তিই গিলগিট থেকে ইমরান বিরোধী বার্তা দিচ্ছেন তাঁকে দেশদ্রোহী বলে তকমা দিচ্ছে ইমরান সরকার। পাক অধিকৃত কাশ্মীরে নিজেকে পিওকের প্রধানমন্ত্রী বলে তকমা দেওয়া রাদা ফারুক হায়দরের গ্রেফতারি গিলগিটে ক্ষোভ সঞ্চার করছে। রাজা নিজে জানিয়েছেন, এভাবে ইমরান সরকার চললে পিওকের মানুষের সমর্থন তিনি কতটা পাবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।

চিনের প্রকল্প, রাতারাতি গুম একাধিক গিলগিট বাসিন্দা!
এদিকে, সিপিইসির হাত ধরে পিওকেতে চিনের প্রকল্প শুরু হতেই সেখানে পরিবেশবিদরা প্রতিবাদে মুখর হন। সরব হন বহু নামী পরিবেশবিদ। তাঁদের মধ্যে অন্যতম বাজা জান। যাঁকে রাতারাতি পাক সরকার গুম করে দিয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি চিনের পরামর্শ মেনেই পাকিস্তান ধীরে ধীরে প্রতিবাদিদের গুম করছে।

ইমরানের পায়ের তলার মাটি সরছে গিলগিটে!
এদিকে, যেভাবে গিলগিটে দমন পীড়ন চলছে, তাতে ইমরান খানের পা.ের তলার মাটি সরছে বলে দাবি একাধিক বিশেষজ্ঞের। তাঁদের বক্তব্য , ইমরান সরকারের সঙ্গে চিনের আঁতাত পিএকের মানুষ মনে নিচ্ছে না। ধীরে ধীরে প্রতিবাদের সুর চড়া হচ্ছে গিলগিটে।

গিলগিট 'সাফ' করতে চিনের বিশেষ প্রতিনিধি
এদিকে চিন নিজের প্রতিনিধি নংরংকে নিয়োগ করেছে পাকিস্তানে দূত হিসাবে। নির্দেশ রয়েছে., গিলগিটে চিনের প্রজেক্টে যাঁরাই বাদা হয়ে দাঁড়াবেন,তাঁদেরই সাফ করা হবে। চিনের এই প্রতিনিধি প্রেরণ এর আগেও নেপালের রাজনীতিতে প্রবল ঘুর্ণাবর্ত তৈরি করে। এবার গিলগিটে সিপিইসি প্রজেক্টে সেই চিনের প্রতিনিধি স্থানীয় এলাকাবাসীদের চক্ষুশূল হয়ে উঠছেন। তাঁদের দাবি, পাকিস্তান ধীরে ধীরে চিনের হাতের পুতুল হয়ে যাচ্ছে এই সিপিইসির হাত ধরে। পাশাপাশি, ইসলামাবাদ থেকেও গিলগিট নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছে।

১৮টি জনসভাতেই আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০-র বেশি! নির্বাচনের মুখে বেকায়দায় ট্রাম্প