For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ভিতরে 'লাদাখ মডেল' ! লালফৌজ কীভাবে গোপনে যুদ্ধাভ্যাস করে রণ দামামা বাজিয়েছে

  • |
Google Oneindia Bengali News

লাদাখ নিয়ে এই মুহূর্তে যে ছবি প্রকাশ্যে আসছে, তা চিনের হাতে তিলে তিলে তৈরি হয়েছে। বহুদিন ধরেই লাদাখ নিয়ে আগ্রাসী ছিল জিনপিং সরকার। আর সেই চিন কীভাবে নিজের সেনাকে একটু একটু করে যুদ্ধে অগ্রসর করেছে তা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

 চিনের ব্লুপ্রিন্টে নজর

চিনের ব্লুপ্রিন্টে নজর

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের ভিতরে আলাদা লাদাখ মডেল তৈরি করে চিনের সেনা যুদ্ধাভ্যাস করে গিয়েছে। দিনের পর দিন এই মডেল তৈরি করে কীভাবে ভারতের বুকে আক্রমণ শানানো যায়, তার ব্লু প্রিন্ট তৈরি করেছে লালফৌজ। সেই তথ্যই এবার প্রকাশ্যে।

গোপন ব্লু প্রিন্ট

গোপন ব্লু প্রিন্ট

লাদাখে ভারত সীমান্ত থেকে দূরে ২৫ ০০ কিলোমিটার জুড়ে অবস্থিত চিনের এই লাদাখ মডেল। যার মধ্যে আক্রমণ কীভাবে শানাতে হবে তা দিনের পর দিন চিনা সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চিনের নিনজিয়াতে এমন মডেল তৈরি করা রয়েছে।

২০০৪ সাল থেকে লাদাখ মডেল...

২০০৪ সাল থেকে লাদাখ মডেল...

২০০৪ সাল থেকে লাদাখ মডেল নিনজিয়া প্রভিন্সে তৈরি রয়েছে। আর সেই সময় থেকেই লাদাখ নিয়ে লাল ফৌজকে প্রশিক্ষণ দিত বেজিং। এমনই সমস্ত তথ্য ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে উঠে আসে।

 হেলান পার্বত্য প্রশিক্ষণ কেন্দ্র ও চিনের সেনা মোতায়েনের প্যাটার্ন

হেলান পার্বত্য প্রশিক্ষণ কেন্দ্র ও চিনের সেনা মোতায়েনের প্যাটার্ন

প্যাংগং বরাবর চিনের সেনা মোতায়েনের প্যাটার্ন ও হেলান প্রশিক্ষণ কেন্দ্রে সেনা মোতায়েন ধাঁচ এক্কেবারে এক। হেলান পার্বত্য উপত্যকায় চিনের এই লাদাখ মডেল রয়েছে। সেখানেই চলে প্রশিক্ষণ। স্যাটেলাইট ছবি বলছে, হেলানে যেভাবে চিনের সেনা মোতায়েন হত, সেইভাবেই প্যাংগং বরাবর সেনা মোতায়েন প্রক্রিয়া শুরু করেছে চিন। ফলে বোঝাই যাচ্ছে যে বহুদিন ধরে চিন লাদাখকে পাখির চোখ করে রেখেছিল।

 কেন লাদাখ মডেল প্রয়োজন হল?

কেন লাদাখ মডেল প্রয়োজন হল?

ভিয়েৎনাম যুদ্ধের পর থেকে চিনের সেনা সেভাবে রণ-ময়দানে নামেনি।ফলে যুদ্ধ পারদর্শিতার অনেকটা অংশেই চিন পিছিয়ে। এমন পরিস্থিতিতে লাদাখ মডেল সঙ্গে নিয়ে চিনের সেনা এযাবৎকাল প্রশিক্ষণ নিয়েছে। যাতে এলাকায় নিজের দাপট বজায় রাখতে পারে, পাশাপাশি যুদ্ধবিদ্যায় পারদর্শিতা পায়।

টিকটকের মালিকানা এবার আমেরিকার হাতে! ব্যাবসা বাঁচাতে চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন সংস্থার?টিকটকের মালিকানা এবার আমেরিকার হাতে! ব্যাবসা বাঁচাতে চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন সংস্থার?

English summary
How Chinese army wargamed Ladakh model inside China , a close look
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X