For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌শিক্ষা নিক অন্য দেশ, ভ্যাকসিন সরবরাহে ভারতের ভূমিকা নিয়ে মোদীর প্রশংসা হু–এর

ভ্যাকসিন সরবরাহে ভারতের ভূমিকা নিয়ে মোদীর প্রশংসা হু–এর

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

ভারত এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। হু–এর ডিরেক্টর জেনারেল টেড্রস অধানম ঘেব্রেইয়েসাস করোনা বাইরাস মহামারির সময় ভারতের লড়াইয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। টেড্রস এও বলেন, '‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬০টিরও বেশি দেশকে কোভিড–১৯ ভ্যাকসিন পাঠিয়েছেন, আশা করব যে অন্য দেশগুলিও ভারতের এই পদক্ষেপকে অনুসরণ করবে।’‌

‌শিক্ষা নিক অন্য দেশ, ভ্যাকসিন সরবরাহে ভারতের ভূমিকা নিয়ে মোদীর প্রশংসা হু–এর


গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা কালে ত্রাতার ভূমিকা নিয়েছে ভারত। আর এর পিছনে অবদান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রায় ৬০টি রাষ্ট্রে পৌঁছেছে ভারতের তৈরি ভ্যাকসিন, এতে উপকৃত হয়েছেন কোটি কোটি মানুষ। ভারতের এই উদ্যোগই হু–কে বাধ্য করেছে এই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে। বৃহস্পতিবার রাতে হু প্রধান টুইটে বলেন, '‌ভ।আকসিন সমতাকে সমর্থনের জন্য ধন্যবাদ ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোভ্যাক্স ও কোভিড–১৯ ভ্যাকসিন ৬০টিরও বেশি দেশের সঙ্গে শেয়ার করার আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন যার জন্য এই দেশগুলি স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অগ্রাধিকার দলকে ভ্যাকসিন দিতে সফল হয়েছে। আপনাদের এই পদক্ষেপকে আশা করব অন্য দেশও অনুসরণ করবে।’‌ এর আগেও হু–এর প্রধান ভারতের প্রশংসা করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) ৭৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার পরে তিনি মহামারি বিরোধী লড়াইয়ে ভারতের অবদানকে স্বীকার করে গত জানুয়ারি এবং সেপ্টেম্বরে টুইট করেছিলেন।

ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা টিকা পৌঁছে দেওয়ার কাজ করছে ভারত। ইতিমধ্যেই প্রায় ৬০টি দেশে ভারতের ভ্যাকসিন পৌঁছেছে। টেড্রাস জানান শুধু ভারতের প্রতিবেশি দেশ, যেমন, নেপাল-বাংলাদেশ-শ্রীলঙ্কাই নয়, পশ্চিম এশিয়া, সুদূর পশ্চিম, আফ্রিকা ও লাতিন আমেরিকাতেও গিয়ে পৌঁছেছে ভারতের ভ্যাকসিন। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ টিকাদান প্রক্রিয়া।

কলকাতায় প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড স্টারদের সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক বাঙালি পরিচালক, প্রসঙ্গ উঠল 'উদ্দেশ্য'রকলকাতায় প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড স্টারদের সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক বাঙালি পরিচালক, প্রসঙ্গ উঠল 'উদ্দেশ্য'র

English summary
hope other countries follow your example who chief lauds india pm modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X