For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দোলনের অর্ধবার্ষিকী পূরণ, 'কালো পোশাক' পরে হংকংয়ের রাজপথে লক্ষাধিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে হংকংয়ের রাজপথে হেঁটেছিলেন শতাধিক বিক্ষোভকারী। আজ ফের হংকংয়ের রাজপথে হাঁটেন শতাধিক বিক্ষোভকারী। গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে গত ছয় মাস ধরে সরকারবিরো

Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে হংকংয়ের রাজপথে হেঁটেছিলেন শতাধিক বিক্ষোভকারী। আজ ফের হংকংয়ের রাজপথে হাঁটেন শতাধিক বিক্ষোভকারী। গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে গত ছয় মাস ধরে সরকারবিরোধী আন্দোলন করছেন হংকংয়ের জনগণ।

বেডিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে ফের রাস্তায় গণতন্ত্রপন্থীরা

বেডিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে ফের রাস্তায় গণতন্ত্রপন্থীরা

চলতে থাকা এই বিক্ষোভের বিরুদ্ধে বেইজিং বারবার হুঁশিয়ারি উচ্চারণ করলেও গণতন্ত্রপন্থীরা রোববার ফের রাস্তায় নেমেছেন। লাখ লাখ বিক্ষোভকারী এদিন 'কালো পোশাক' পরে রাজপথে নামেন। খবর রয়টার্সের।

'স্বাধীনতার জন্য লড়াই কর, হংকংয়ের পাশে দাঁড়াও'

'স্বাধীনতার জন্য লড়াই কর, হংকংয়ের পাশে দাঁড়াও'


চিনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করে যাব। ভিক্টোরিয়া পার্কে কালো পোশাক পরিহিত এক নারী বলেন, আজ হংকং এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে। সমাবেশে অংশগ্রহণকারীরা 'স্বাধীনতার জন্য লড়াই কর, হংকংয়ের পাশে দাঁড়াও' সহ বেশ কয়েকটি সরকারবিরোধী স্লোগান দেন।

১১ জনকে আটক করেছে পুলিশ

১১ জনকে আটক করেছে পুলিশ

রোববার পুলিশ ১১ জনকে আটক করেছে। যাদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং বলেন, এখন পর্যন্ত পুলিশ নমনীয় রয়েছে। আমরা কঠোর অবস্থানে যাব কিনা সেটি আন্দোলনের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

চলতি বছরের জুনে শুরু হয় আন্দোলন

চলতি বছরের জুনে শুরু হয় আন্দোলন

চলতি বছরের জুনে হংকংয়ে বন্দিপ্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত৷ বিলে বলা হয়, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে৷ হংকংবাসীদের আশঙ্কা ছিল, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে৷ এই বিল প্রত্যাহারের দাবিতে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ৷ প্রতিবাদের মুখে বিলটি স্থগিত করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে। পরে গত মাসের প্রথমদিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয়। কিন্তু এতেও প্রতিবাদীদের ক্ষোভ কমেনি। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি পুলিশের নিষ্ঠুরতা ও অন্যান্য অভিযোগেরও তদন্ত দাবি করছে।

ক্যারি ল্যামের পদত্যাগের দাবি

ক্যারি ল্যামের পদত্যাগের দাবি

এতে থেমে না থেকে ক্যারি ল্যামের পদত্যাগ চেয়ে প্রতিবাদ আন্দোলনে নামেন হংকংয়ের অসংখ্য বাসিন্দা। বিক্ষোভকারীদের দাবি, গণতান্ত্রিক সংস্কারও করতে হবে হংকংয়ের স্বশাসিত সরকারের। হংকংয়ের জনগণের অভিযোগ, প্রশাসক লাম নিমিত্তমাত্র, পর্দার আড়ালে আসলে কলকাঠি নাড়ছে বেজিং।

English summary
hong kong protestors march in completion of 6 month of anti china protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X