For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভের মুখে অবশেষে প্রত্যর্পণ বিল প্রত্যাহার হংকংয়ে

পরাধীনতার শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হংকং। গত একমাস ধরে এই নিয়ে উত্তাল গোটা দেশ। বিক্ষোভের জেরে বেশ কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে উড়ান পরিষেবাও।

Google Oneindia Bengali News

পরাধীনতার শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হংকং। গত একমাস ধরে এই নিয়ে উত্তাল গোটা দেশ। বিক্ষোভের জেরে বেশ কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে উড়ান পরিষেবাও। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে চিনের আধিপত্য ছেড়ে বেরিয়ে আসার দাবিতে সোচ্চার হয়েছে। প্রবল বিক্ষোভের জেরে শেষ প্রত্যর্পন বিল প্রত্যাহার করতে বাধ্য হলেন ক্যারি ল্যাম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একাই একমাত্র পথ তাঁর কাছে ছিল বলে জাতীর উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন ল্যাম।

বিক্ষোভের মুখে অবশেষে প্রত্যর্পণ বিল প্রত্যাহার হংকংয়ে

ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার পর চিনের অধীনে রয়েছে হংকং। যদিও পুরো শাসন ক্ষমতা চিন অধিগ্রহণ করে রাখেনি। একাধিক ক্ষেত্রে নিজের স্বাধীনতাতেই চলে হংকং। কিন্তু এবার পুরোপুরে চিনের বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে চাইছে সেখানকার বাসিন্দারা। এই প্রত্যর্পন বিল প্রত্যাহারের দাবি ছিল বিদ্রোহীদের অন্যমত মূল দাবি। সেই দাবিই মানতে বাধ্য হলেন লাম।

টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বার্তায় ল্যাম বলেছেন হংকং সরকার পুরোপুরি ভাবেই এই বিল প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যর্পন বিলে বলা হয়েিছল হংকংয়ের আইনের নিয়ন্ত্রণ থাকবে চিনের হাতে। তাতেই বিদ্রোহ মাথাচাড়া গিয়েছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

English summary
Hong Kong leader Carrie Lam on Wednesday withdrew an extradition bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X