For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের চার দেওয়ালের মধ্যেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে মহিলাদের জন্য, রিপোর্ট খোদ রাষ্ট্রপুঞ্জের

গত একবছরে সারা বিশ্বে যত মহিলা খুন হয়েছেন, তার অর্ধেকের বেশিকে খুন করেছেন হয় তার সঙ্গী বা স্বামী অথবা পরিবারের লোকজন।

  • |
Google Oneindia Bengali News

গত একবছরে সারা বিশ্বে যত মহিলা খুন হয়েছেন, তার অর্ধেকের বেশিকে খুন করেছেন হয় তার সঙ্গী বা স্বামী অথবা পরিবারের লোকজন। ফলে বাড়ির বাইরে নয়, মহিলারা বাড়ির চার দেওয়ালের মধ্যেই সবচেয়ে অসুরক্ষিত। এমনই রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

মহিলাদের বিরুদ্ধে অত্যাচার রোধ দিবসে রাষ্ট্রপুঞ্জের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালে ৮৭ হাজার মহিলা বিশ্বজুড়ে খুন হয়েছেন। তার মধ্যে ৫৮ শতাংশ অর্থাত ৫০ হাজার মহিলা বাড়িতেই স্বামী বা পরিবারের লোকেদের হাতে প্রাণ হারিয়েছেন।

পরিবারের হাতে খুন

পরিবারের হাতে খুন

মোট ৩৪ শতাংশ বা ৩০ হাজার মহিলাকে তাঁর স্বামী পা পার্টনার খুন করেছে বলে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে। যার অর্থ প্রতি ঘণ্টায় ৬ জন করে মহিলা খুন হয়েছেন ২০১৭ সালে।

পুরুষদের হাতে খুন

পুরুষদের হাতে খুন

যতজন খুন হয়েছেন তার মধ্যে ৮০ শতাংশ মহিলাকেই মেরেছেন পুরুষরা। খুনের কারণের মধ্যে রয়েছে লিঙ্গ বৈষম্য, বৈষম্য সহ একাধিক সামাজিক কারণ।

আফ্রিকায় বৈষম্য বেশি

আফ্রিকায় বৈষম্য বেশি

প্রতি ১ লক্ষ মহিলার মধ্যে ১.৩ জনকে খুন হতে হচ্ছে। আফ্রিকা ও আমেরিকার দেশগুলিতে মহিলাদের খুনের হার অনেক বেশি। পরিবারের লোকেদের হাতেই বেশি মহিলা মারা যান।

[আরও পড়ুন:রাত নেই দিন নেই ফেসবুক! স্ত্রীর সারা শরীরে শতাধিক কামড় বসিয়ে ‘শাস্তি' স্বামীর][আরও পড়ুন:রাত নেই দিন নেই ফেসবুক! স্ত্রীর সারা শরীরে শতাধিক কামড় বসিয়ে ‘শাস্তি' স্বামীর]

অত্যাচারের পরিসংখ্যান

অত্যাচারের পরিসংখ্যান

আফ্রিকায় প্রতি লাখে ৩.১ জন, আমেরিকায় ১.৬ জন, ওশিয়ানিয়ায় ১.৩ জন ও ওশিয়ানিয়ায় ০.৯ জন মহিলা খুন হয়েছেন।

[আরও পড়ুন:ব্রিটিশ পাউন্ডে থাকতে চলেছে বাঙালি বিজ্ঞানী জগদীশ বসুর ছবি][আরও পড়ুন:ব্রিটিশ পাউন্ডে থাকতে চলেছে বাঙালি বিজ্ঞানী জগদীশ বসুর ছবি]

English summary
Home most dangerous place for women, says United Nations report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X