For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হলিউডের সেক্স স্ক্যান্ডাল: প্রতিবাদ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে

হলিউডের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এ বছরের প্রথম এবং বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

  • By Bbc Bengali

অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে কথা বলবেন।
AFP/GETTY
অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে কথা বলবেন।

হলিউডের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এ বছরের প্রথম এবং বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

খবরে জানা যাচ্ছে টেলিভিশন এবং সিনেমার তারকারা রেড কার্পেটে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাক পরবেন।

এমনিতে এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জমকালো পোশাক পড়ার রীতি রয়েছে।

অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে কথা বলবেন।

আমেরিকান এই কমেডিয়ান বলেছেন মুভি মুঘল হার্ভি উইন্সটেইন এবং অন্যদের বিরুদ্ধে যে যৌন হয়রানি ও হেনস্থার অভিযোগ উঠেছে সেটার আলোকেই কথা বলবেন তিনি।

মিছিলের নেতৃত্ব দেন তারানা বুর্ক, তিনিই সুচনা করেছিলেন #মি টু প্রচারণার
Reuters
মিছিলের নেতৃত্ব দেন তারানা বুর্ক, তিনিই সুচনা করেছিলেন #মি টু প্রচারণার

তিনি 'দ্য হলিউড রিপোটার' কে বলেছেন "বিষয়টি নিয়ে আমি আমার স্ত্রী এবং বিভিন্ন নারীর সাথে কথা বলেছি যে কীভাবে বিষয়টি স্টেজে তুলে আনা যায়"।

মি. মেয়ার বলেন " আমরা সবাই একমত হয়েছি যে এটা একটা বড় সুযোগ এই ইস্যুতে কিছু বলার। যেটা এর আগে কোন বছরে হয়নি"।

সম্প্রতি হলিউডের বেশ কয়েকজন নায়িকা বলেছেন অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের কাছে কী ধরনের যৌন হয়রানির শিকার হন।

এরপর সোশ্যাল মিডিয়ায় 'মি টু' হ্যাশ ট্যাগে অনেক নারী-পুরুষ জানিয়েছেন কীভাবে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।

হ্যাশ ট্যাগ মি টু - প্রথমে শুরু করেছিলেন সমাজকর্মী তারানা বুর্ক এবং পরে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় অভিনেত্রী আলিসা মিলানো প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের পর।

মিছিলকারীরা এ ধরণের প্লাকার্ড বহন করেন
Reuters
মিছিলকারীরা এ ধরণের প্লাকার্ড বহন করেন

বড় তারকাদের মধ্যে অভিনেতা কেভিন স্পেসি ও কমেডিয়ান লুইস সি কের বিরুদ্ধেও গত কয়েক সপ্তাহে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এর মধ্যে লুইস সি কে অভিযোগ স্বীকার করে দু:খও প্রকাশ করেছেন।

ওদিকে হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও তিনি তার মুখপাত্রের মাধ্যমে সেটি অস্বীকার করেছেন।

এদিকে মার্চের ৪ তারিখে গোল্ডেন গ্লোবের মত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যদি বড় বড় তারকা যৌন হয়রানি ইস্যুতে কথা বলেন সেটা এই অনুষ্ঠানকে নতুন মাত্রা দেবে এবং অনেকেই উদগ্রীব হয়ে আছেন এই অনুষ্ঠানে পরবর্তী প্রতিক্রিয়া কী হয় সেটা দেখার জন্য।

English summary
Hollywood sex scandal protest in golden globe award .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X