For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনার সফরের পর নিশ্চিন্ত যশোরের হিন্দুরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শেখ হাসিনা
যশোর, ২৪ জানুয়ারি: দু'দিন আগেও চোখের জল ছিল সম্বল। মাথার ওপর খড়ের ছাদটাও পুড়ে গিয়েছিল। আর এখন? উজ্জ্বল দু'টো চোখ থেকে ঠিকরে পড়ছে আনন্দ। মাথার ওপর ঢালাই ছাদের সংস্থানও হয়ে গিয়েছে।

মূলত হিন্দুদের বসবাস যশোরের অভয়নগরের মালোপাড়ায়। সাধারণ নির্বাচন মিটে যেতে এখানে দল বেঁধে হামলা চালায় জামায়ত-ই-ইসলামি আর বিএনপি ক্যাডাররা। পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়িঘর। মন্দিরে চালানো হয় লুঠপাট। হিন্দু মেয়েদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। সেই থেকে তীব্র আতঙ্কে ভুগছিল এখানকার মানুষ।

গতকাল এখানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি জনসভায় ভাষণ দেন। নির্যাতিতদের সঙ্গে যেচে কথা বলেন। আতঙ্কিত সংখ্যালঘুদের তিনি বলেন, "আপনারা ভাববেন না যেন এ দেশ আপনাদের নয়। এ দেশ আপনাদের, এই মাটি আপনাদের। এই মাটিতে কারও দয়ায় নয়, নিজের অধিকার নিয়ে বাঁচবেন। সরকার, আওয়ামি লিগ আপনাদের পাশে আছে।" শুধু তাই নয়, ক্ষতিগ্রস্তদের এককালীন ক্ষতিপূরণ হিসাবে তিনি ২৫ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত প্রদান করেন। ৬৫টি পরিবারের প্রত্যেককে তিন লক্ষ টাকা করে দেন পাকা বাড়ি তৈরির জন্য।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের জীবনে এনেছেন আনন্দের ছোঁয়া। শুক্রবার থেকেই কেউ কেউ পাকা বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। হতদরিদ্র পরিবারগুলি জীবনে কখনও পাকা বাড়িতে থাকার কথা ভাবেনি। অথচ সরকারের সহযোগিতায় এখন সেটাই সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ায় বারবার পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে গ্রামে। ফলে, সংখ্যালঘু হিন্দুরা এখন অনেক নিরাপদ বোধ করছেন।

English summary
Hindus of Jessore now feel safe after Sheikh Hasina visited them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X