For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের সেনেট-এ প্রথম হিন্দু দলিত মহিলা হিসাবে জায়গা করে ইতিহাস গড়লেন কৃষ্ণা

মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সেনেট -এ প্রথম কোনও হিন্দু মহিলা হিসাবে জায়গা করে নিলেন কৃষ্ণাকুমারি কোলহি।

Google Oneindia Bengali News

মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সেনেট -এ প্রথম কোনও হিন্দু মহিলা হিসাবে জায়গা করে নিলেন কৃষ্ণাকুমারি কোলহি। হিন্দু দলিত সম্প্রদায়ের কৃষ্ণা, পাকিস্তানের সিন্ধ প্রভিন্স থেকে পাক সেনেট-এ জায়গা করে নিয়েছেন।

পাক সেনেট-এ প্রথম হিন্দু দলিত মহিলা হিসাবে ইতিহাস গড়লেন কৃষ্ণা

পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির সদস্যা কৃষ্ণা। যে দলের নেতৃত্বে রয়েছেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভু্ট্টো। ৯ বছরের কৃষ্ণা সিন্ধ প্রভিন্সের থর এলাকার, একটি মহিলা সংরক্ষিত আসনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন পাক সেনেটর হিসাবে। তাঁর এই জয় নিঃসন্দেহে পাকিস্তানের মহিলা ও সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের কাছে বড় প্রাপ্তির ঘটনা।

১৬ বছর বয়সে বিয়ে হয় কৃষ্ণার । নবমশ্রেনিতে পড়া কালীন বিবাহিত কৃষ্ণা যদিও পরে পড়াশুনা শেষ করেন। ২০১৩ সালে তিনি স্নাতোকোত্তর পাশ করেন সোসিওলজিতে। এরপর তিনি রাজনীতিতে পদার্পন করেন। পাক রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দেন তিনি। স্বাধীনতা সংগ্রামী রুপলো কোলহির পরিবারের বংশধর কৃষ্ণা। পাকিস্তানের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৫২ জন সেনেটরকে নির্বাচিত করা হয়েছে। আর তাঁদের মধ্যেই একজন এই হিন্দু মহিলা, এবার পাক রাজনীতির উজ্জ্বল আলোতে এলেন।

English summary
Hindu Woman Elected To Pakistan's Senate In Historic First.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X