For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবধর্ম সমন্বয়ের নজির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুবাইয়ের এই মন্দির! রইল ভিডিও

দুবাইয়ের বুকে খুলে গেল প্রথম হিন্দু মন্দির। জিবেল আলি এলাকায় এই মন্দির তৈরি করা হয়েছে। গত তিন বছর ধরেই এই মন্দির তৈরির কাজ চলছিল। এই মন্দিরে প্রার্থনা ঘর ছাড়াও রয়েছে ১৬ টি দেব-দেবীর মূর্তি। রয়েছেন শিব, দেবী মহালক্ষী, শ্র

  • |
Google Oneindia Bengali News

Hindu Temples in Dubai: দুবাইয়ের বুকে খুলে গেল প্রথম হিন্দু মন্দির। জিবেল আলি এলাকায় এই মন্দির তৈরি করা হয়েছে। গত তিন বছর ধরেই এই মন্দির তৈরির কাজ চলছিল। এই মন্দিরে প্রার্থনা ঘর ছাড়াও রয়েছে ১৬ টি দেব-দেবীর মূর্তি। রয়েছেন শিব, দেবী মহালক্ষী, শ্রীকৃষ্ণ এবং গণেশের মূর্তি।

সবধর্ম সমন্বয়ের নজির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুবাইয়ের এই মন্দির!

প্রায় ৮০ হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে সুবিশাল এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দির কার্যত সবধর্ম সমন্বয়ের নজির। কারণ মন্দিরে রাখা রয়েছে গুরুগ্রন্থ সাহিব। আরব আমিরশাহির মিনিস্টার অফ টলারেন্স শেখ নাহান বিন মুবারক আল নাহান একটি নতুন হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন।

এমনকি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে এই মন্দির তৈরির শিলন্যাস করা হয়েছিল। এরপরেই শুরু হয় কাজ। দীর্ঘদিন ধরেই দুবাইয়ের প্রবাসীদের একটা ইচ্ছা ছিল যে সেখানেই একটি হিন্দু মন্দির তৈরি হোক। প্রার্থনা করার জায়গা থাকুক।

আর সেই লক্ষ্যেই এই মন্দির তৈরির উদ্যোগ। মন্দির উদ্বোধন হলেও আজ বুধবার থেকে সাধারণ মানুষের জন্যে খুলে দেওয়া হল তা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মন্দিরে সমস্ত ধর্মের মানুষই আসতে পারবেন। একেবারে সাদা মার্বেল দিয়ে সুবিশাল এই মন্দির তৈরি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, সিন্ধি গুরু দরবার মন্দিরের সম্প্রসারিত অংশ এটি। যা একেবারে নতুন ভাবে তৈরি করা হয়েছে। তবে একসঙ্গে যাতে বহু মানুষ ভিড় না জমান সেদিকে তাকিয়ে বাড়তি কিছু ব্যবস্থা রাখা হয়েছে নয়া এই মন্দিরে। কিউ আর কোড সিস্টেমের মাধ্যমে এই মন্দিরে ঢোকার জন্য আগাম বুকিং করে ফেলা যাবে। রিপোর্ট অনুযায়ী ছুটির দিন কিংবা উইকেন্ডে বহু মানুষ ভিড় জমাবেন মন্দিরে।

আর সেখানে করোনা বিধি উলঙ্ঘন হবে। আর তাই অত্যাধুনিক এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সাদা মার্বেল দিয়ে এই মন্দির তৈরি হলেও ভিতরে এবং বাইরে অসাধারণ কারুকাজ। আরবিক ও ভারতীয় স্থাপত্যের ছোঁয়া দেখতে পাওয়া যাবে মন্দিরজুড়ে। এছাড়াও সিলিং থেকে ঘণ্টা ঝুলছে। অপূর্ব সুন্দর মন্দিরের অন্দরসজ্জা। যেভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে তাতে চোখ একেবারে জুড়িয়ে যাবে।

সব মিলিয়ে নজর কেড়েছে মুসলিম প্রধান এই দেশের হিন্দু মন্দির। বিশেষ করে সে দেশে হিন্দু ধর্মালম্বী বসবাসকারী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়াতে খুশি তাঁরা।

English summary
Hindu temple opens in Dubai On Dussehra, know the facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X