For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালির প্রস্তুতি সারা ইমরানের দেশেও! সম্প্রীতির আবহে সর্বধর্ম সমন্বয়ের বার্তা

দিওয়ালির জন্য তৈরি প্রতিবেশী পাকিস্তানের লাহোর। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের ৭ নভেম্বর থেকে তিনদিনের দিওয়ালি উদযাপন শুরু করবেন। এরপর সেখানে হবে দিওয়ালি মিলন পার্টি।

  • |
Google Oneindia Bengali News

দিওয়ালির জন্য তৈরি প্রতিবেশী পাকিস্তানের লাহোর। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের ৭ নভেম্বর থেকে তিনদিনের দিওয়ালি উদযাপন শুরু করবেন। এরপর সেখানে হবে দিওয়ালি মিলন পার্টি। সঙ্গে থাকছে প্রার্থনার আয়োজনও।

দিওয়ালির প্রস্তুতি সারা ইমরানের দেশেও! সম্প্রীতির আবহে সর্বধর্ম সমন্বয়ের বার্তা

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তান হিন্দু ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মানোয়ার চাঁদ জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে তিনদিনের দিওয়ালি উদযাপন শুরু হবে। লাহোরের বাত্তি চকে কৃষ্ণ মন্দিরে মূল অনুষ্ঠানটি হবে। লাহোরে এখনও প্রায় ৫০০ টি হিন্দু পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবারের সদস্যরাই ভগবান রাম, লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণর পুজোয় অংশ নেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান হিন্দু ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মানোয়ার চাঁদ জানিয়েছেন, দিওয়ালি উপলক্ষে কৃষ্ণ মন্দিরকে সাজানো হয়েছে। বিগ্রহের জন্য আনা হয়েছে, নতুন কাপড় এবং গয়না। শুধু হিন্দুরাই নন, মুসলিম বন্ধু এবং প্রতিবেশীরাও এই অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, লাহোর শহরের অভ্যন্তরে ১২ টি গেট রয়েছে। যেখানে ১২ টি হিন্দু মন্দির রয়েছে। কিন্তু ইভাকিউ ট্রাস্ট প্রোপার্টি বোর্ড সেগুলির রক্ষণাবেক্ষণ করে না।

মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করেনে স্থানীয় হিন্দুরাই। এরজন্য ছোট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক দিন সেখানে প্রার্থনার আয়োজনও করা হয়। অন্য রীতি-নীতিও পালিত হয় সেখানে। জানিয়েছেন, লাহোরের এক হিন্দু অধিবাসী রমেশ কুমার। মূল অনুষ্ঠান কৃষ্ণ মন্দিরে হলেও, অন্য মন্দিরগুলিতেও নিজের নিজের অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন তিনি।

মিডিয়া রিপোর্টে মাঝে মধ্যেই উঠে আসে পাকিস্তানের বিভিন্ন অংশে নিগৃহীত হচ্ছেন হিন্দু কিংবা শিখ সম্প্রদায়ের মানুষজন। যদিও রমেশ কুমার জানিয়েছেন, হিন্দুরা কোনও রকমের বৈষম্যের মধ্যে পড়েন না। তিনি জানিয়েছেন, ইভাকিউ ট্রাস্ট প্রোপার্টি বোর্ড হিন্দু শ্মশানের উন্নয়ন, আগরওয়াল আশ্রম, গঙ্গা রাম সমাধি-সহ বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করেছে।

পাকিস্তান হিন্দু ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মানোয়ার চাঁদ জানিয়েছেন, ১১ নভেম্বর কাউন্সিলের তরফ থেকে লাহোরের স্টার ক্যাটেগরির হোটেলে দিওয়ালি মিলন পার্টির আয়োজন করা হয়েছে। এটা অনেকটা ইদ মিলন পার্টির মতোই। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বাসের মানুষজন অংশ নেবেন। সেখানে প্রার্থনারও আয়োজন করা হবে।

English summary
Hindu community of Lahore chalks out three day Diwali celebration and Diwali milan party from 7th November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X