For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইলিশ: মাপে পরিবর্তন এনে আট মাস ব্যাপী জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু

বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী জাটকা নিধন দণ্ডনীয় অপরাধ, কিন্তু জাটকার আকৃতিতে পরিবর্তন এনে দীর্ঘ নিষেধাজ্ঞা এবারই প্রথম দেয়া হলো।

  • By Bbc Bengali

জাটকা, ইলিশ
Getty Images
জাটকা, ইলিশ

বাংলাদেশে পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা অর্থাৎ বাচ্চা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে ২০২২ সালের ৩০শে জুন পর্যন্ত। এই প্রথম অপরাধ বিবেচনায় জাটকার মাপ নির্ধারণ করে দেয়া হয়েছে।

সরকার বলছে, বাচ্চা ইলিশকে বড় হবার সুযোগ দেয়ার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময়ের মধ্যে জাটকা বা বাচ্চা ইলিশের মাপ যদি ১০ ইঞ্চির নিচে হয়, তাহলে সে জাটকা ধরার জন্য দণ্ডিত হবেন জেলে। বিক্রয়-বিপণন ও সংরক্ষণের জন্য সাজা পাবেন আড়তদার এবং ব্যবসায়ী।

এর আগে ৪ঠা থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার।

তার আগে পয়লা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দুইমাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল।

ইলিশ
BBC
ইলিশ

বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী জাটকা নিধন দণ্ডনীয় অপরাধ, কিন্তু সময় বেধে দিয়ে জাটকার আকৃতিতে পরিবর্তন এনে নিষেধাজ্ঞা এবারই প্রথম দেয়া হলো।

জাটকা হয় কোন ইলিশ?

বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী, এতদিন জাটকার আকার ছিল নয় ইঞ্চি। কিন্তু সম্প্রতি সে আকার এক ইঞ্চি বাড়ানো হয়েছে।

ইলিশ গাইড: নদীর ইলিশ যেভাবে চিনবেন

গ্রামীণ জনগণকে ইলিশ মাছ খাওয়াতে চায় সরকার

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কীভাবে বাড়িয়েছে বাংলাদেশে ইলিশের উৎপাদন

অস্বাভাবিক হারে ধরা পড়ছে ইলিশ, এটা কি নতুন মৌসুম?

এখন জাটকা বলতে বোঝানো হবে ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ।

এই ইলিশকে পূর্ণ বয়স্ক ইলিশে পরিণত হবার সুযোগ দেয়ার জন্য সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান তালুকদার বলেছেন, মুখ থেকে লেজ পর্যন্ত ইলিশের এই মাপ হিসাব করা হয়।

সাধারণত ১০ ইঞ্চি আকারের একটি ইলিশের বয়স ধারণা করা হয় ৮-৯ মাস।

কিন্তু পূর্ণবয়স্ক ইলিশে পরিণত না হলে সে মাছ প্রজনন প্রক্রিয়া শুরু করবে না, অর্থাৎ ডিম ছাড়া ও বাচ্চা ফোটানোর জন্য ইলিশের একটি নির্দিষ্ট বয়স লাগে।

ইলিশ
BBC
ইলিশ

মি. তালুকদার বলেছেন, একটি ইলিশের পূর্ণবয়স্ক হবার জন্য এক বছরের বেশি সময় লাগে।

তিনি বলেছেন, "জন্মের পর থেকে এক বছর বেঁচে থাকতে পারলে সেটি কমপক্ষে ১২ ইঞ্চি বা এক ফুট আকৃতির চেয়ে বড় ইলিশে পরিণত হবে। তখন এরা প্রজনন প্রক্রিয়া শুরু করতে পারবে।"

'ইলিশ ও জাটকা সংরক্ষণের ফল পাচ্ছে বাংলাদেশ'

গত কয়েক বছর ধরে মা ইলিশ সংরক্ষণে সরকারি বিধিনিষেধের ফলে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে বলা হয়।

বাংলাদেশে ২০০৩-২০০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু করা হয়, তখন থেকেই আস্তে আস্তে ইলিশের উৎপাদন বাড়ছে বলে মনে করেন গবেষকেরা।

মি. তালুকদার বলেছেন, "ইলিশ ও জাটকা সংরক্ষণের ফল পাচ্ছে বাংলাদেশ। সেজন্য এখন মা ইলিশের পাশাপাশি জাটকা সংরক্ষণের উদ্যোগও নিয়েছে সরকার।"

তিনি বলেছেন, নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ইলিশ ধরা জেলে
BBC
ইলিশ ধরা জেলে

এ সময় নদীতে ব্যবহারের জন্য জেলেদের জালের ব্যাস বা ফাঁসের গিঁঠের দূরত্ব সাড়ে পাঁচ সেন্টিমিটারের চাইতে কম হলে জেল-জরিমানার বিধান আছে আইনে।

এ সময় মৎস্য অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে নিয়ে জেলেদের মধ্যে জাটকা না ধরার উপকারিতা সম্পর্কে গণসচেতনতা চালানো হবে।

সেই সাথে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ মিলে সমন্বিত অভিযান চালানো হবে।

এ সময়ে নদীতে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

বাংলাদেশে সরকারি তথ্য অনুযায়ী ২০১০ সালে ইলিশের উৎপাদন ছিল প্রায় তিন লক্ষ মেট্রিক টন, সে উৎপাদন এখন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টনের মত।

সরকারের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে উৎপাদন সাত লক্ষ টনে উন্নীত করা।

বাংলাদেশ এখন ইলিশ উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে।

বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

'বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনতে কপ-২৬ সম্মেলন শেষ সুযোগ'

পরপর দুই ম্যাচ হেরে কোনঠাসা ভারত, আলোচিত যে পাঁচটি কারণ

১২ থেকে ১৭ বছর বয়সীরা কোথায়, কিভাবে টিকা পাবেন

English summary
Hilsa: Ban on catching jatka for eight months by changing the size in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X