For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম্ভব কে সম্ভব করে বিশ্বের সর্বোচ্চ মোবাইল টাওয়ার বসতে চলেছে মাউন্ট এভারেস্টে!

মাউন্ট এভারেস্টে মোবাইল টাওয়ার

Google Oneindia Bengali News

পাহাড়ে ঘুরতে যেতে কে না ভালোবাসেন। পাহাড়ের পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে হাজারও রহস্য। পাশাপাশি পাহাড়ের শোভা মানুষের মনের জমে থাকা কষ্ট এক লহমায় দূর করতে পারে। তাই কয়েকদিনের অফিসের ছুটি পেলেই অনেকই পাহাড়ের হাতছানিতে সাড়া দেন। কোভিড আবহের মধ্যে অনেক অফিসেই বাড়িতে বসে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু এবার নাকি এভারেস্টে বসেই মোবাইলে কাজ করতে পারবেন সকলে। গল্প নয়, এটাই সত্যি।

পাহাড়ে বসেই অফিসের কাজ!

পাহাড়ে বসেই অফিসের কাজ!

এখন পাহাড়ে বসেই অফিসের কাজ সারতে পারবেন আপনি। মাউন্ট এভারেস্টে এবার শীঘ্রই বিশ্বের সর্বোচ্চ সেল ফোন টাওয়ার বসতে চলেছে। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে বসতে চলেছে এই টাওয়ার। জানা গিয়েছে, ৫২০০ মিটার উচ্চতা পর্যন্ত দ্রুত গতির ৪জি ইন্টারনেট সংযোগ মিলবে।

মাউন্ট এভারেস্টে মোবাইল টাওয়ার

মাউন্ট এভারেস্টে মোবাইল টাওয়ার

জানা গিয়েছে,মাউন্ট এভারেস্টে সেলফোন টাওয়ারটি বসাতে চলেছে নেপালের একটি বেসরকারী টেলিকমিউনিকেশন কোম্পানি। 'এনসেল' নামক ওই কোম্পানি টাওয়ার তৈরি করছে। নসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্বতারোহী থেকে শুরু করে পরবর্তী বসবাসকারী সম্প্রদায়ের জন্য এভারেস্টের অন্তত পাঁচটি স্থানে বেস ট্রান্সসিভার স্টেশন বসানো হবে। যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে ৩৮৩০ বা ৫২০৪ মিটার পর্যন্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

'এনসেল'-এর কর্মসূচি

'এনসেল'-এর কর্মসূচি

'এনসেল' কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত কাজ পরিকল্পনামাফিক চললে চলতি বছরেই এই কাজ সম্ভব হবে। একটি প্রাথমিক রিপোর্টে দেখানো হয়েছে যে, ৮৮৪৮.৮৬ মিটার এভারেস্ট চূড়ায় ৪জি সংকেত পাওয়া যেতে পারে। তবে সমস্ত পরীক্ষা সফল হওয়ার পরই সঠিক ফলাফল জানা যাবে। আগেকার দিনের এই কাজ অত্যন্ত ঝামেলার ছিল। কিন্তু এখন প্রযুক্তি হাতের মুঠোয় আসার ফলে এই কাজ অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি সংস্থার।

 সর্বোচ্চ সেলফোন টাওয়ার

সর্বোচ্চ সেলফোন টাওয়ার

এভারেস্ট বেস ক্যাম্পে ইতিমধ্যেই ৪জি পরিষেবা রয়েছে, তবে সম্পূর্ণ রূপে কোনো পরিকাঠামো নেই৷ দুর্যোগের সময় উন্নত মানের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই বিশ্বের সর্বোচ্চ সেলফোন টাওয়ার বসানো হচ্ছে। এভারেস্টের চূড়ায় প্রত্যন্ত জায়গায় সমস্যা সমাধানের জন্য সাহায্য করবে। দুর্গম পার্বত্য এলাকায় যাঁরা থাকেন, এবার তাঁদের জন্য এই ৪জি পরিষেবা অনেকটাই লাভবান হবে। যে কোন বিষয়ে অনুসন্ধান বা উদ্ধারকার্যে এই ৪জি পরিষেবা কাজকে সহজ করবে। এভারেস্টে বছরে প্রায় ৬০ হাজার ট্রেকার ও পর্বতারোহী আসেন। এবার তাঁদের সুবিধার্থেই বসতে চলেছে ডেডিকেটেড ৪জি সেলফোন টাওয়ার।

বছরের প্রথম সূর্যগ্রহণ সব রাশিদের ওপর কি প্রভাব পড়তে চলেছে দেখে নিনবছরের প্রথম সূর্যগ্রহণ সব রাশিদের ওপর কি প্রভাব পড়তে চলেছে দেখে নিন

English summary
highest mobile tower of the world on mount everest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X