For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন‌্য সংস্থার মোবাইল ব্যবহার! স্যামসংয়ের মামলা মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধে

অন্য সংস্থার মোবাইল ব্র্যান্ড কেন ব্যবহার করেছেন, তাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে? এই অভিযোগে স্যামসংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেনিয়া সবচাকের বিরুদ্ধে মামলা করল সংস্থা।

  • |
Google Oneindia Bengali News

অন্য সংস্থার মোবাইল ব্র্যান্ড কেন ব্যবহার করেছেন, তাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে? এই অভিযোগে স্যামসংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেনিয়া সবচাকের বিরুদ্ধে মামলা করল সংস্থা। অভিযোগ স্যামসংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও তিনি জনসমক্ষে অ্যাপেলের ফোন নিয়ে ঘুরেছেন।

অন‌্য সংস্থার মোবাইল ব্যবহার! স্যামসংয়ের মামলা মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধে

সেনিয়া চুক্তি ভঙ্গ করেছেন দাবি করে ১১ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে স্যামসং কর্তৃপক্ষ। একটি টিভি ইন্টারভিউয়ে নাকি সেনিয়াকে অ্যাপেলের আইফোন এক্স হাতে দেখা গিয়েছে। পরে তিনি তা লুকোনোর চেষ্টা করেন।

অ্যাপেল সবসময়ই স্যামসংয়ের প্রতিপক্ষ হিসাবে পরিচিত। আর এই প্রথমবার নয়, যখন সেনিয়াকে আইফোন হাতে জনসমক্ষে দেখা গিয়েছে। এর আগেও নাকি বহুবার তিনি এমনটা করেছেন। অথচ তিনি স্যামসংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর সেজন্যই এবার মামলা হয়েছে সেনিয়ার নামে।

ঘটনা হল, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। সারা বিশ্বের সেলেবসরা যে ব্র্যান্ডের প্রচার করেন তার প্রতিপক্ষ ব্র্যান্ড ব্যবহার করেন। ভারত সহ সব জায়গাতেই এটা হয়ে থাকে। এখন দেখার সেনিয়ার সঙ্গে স্যামসংয়ের কি চুক্তি হয়েছিল যার উপরে ভিত্তি করে এতবড় মামলা করল সংস্থা।

English summary
Here’s why Samsung may sue a woman for using an iPhone X
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X