For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারিসে জঙ্গি হামলা সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন

  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ১৪ নভেম্বর : বন্দুকধারী জঙ্গিরা ও একইসঙ্গে আত্মঘাতী জঙ্গিরা প্যারিসের রেস্তরাঁ, কনসার্ট হল, ফুটবল স্টেডিয়ামে হামলা চালায়। ঘটনায় আপাতত ১৫০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন।

কোথায় হামলা হয়েছে?

বেশ কয়েকটি রেস্তরাঁয় হামলা চলেছে। এর পাশাপাশি বাটাক্লাঁ আর্টস সেন্টারে, জাতীয় ফুটবল স্টেডিয়ামের বাইরে (ভিতরে ফ্রান্স-জার্মানি ম্যাচ চলছিল)।

বাটাক্লাঁ সেন্টারটি থেকে অদূরেই বিতর্কিত ফরাসি পত্রিকা শার্লি এবদোর আগের দফতর ছিল।

প্যারিসে জঙ্গি হামলা সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন

কতজন মারা গিয়েছেন?

আপাতত ১৫৩ জন মারা গিয়েছেন। এর মধ্যে বাটাক্লাঁ সেন্টারেই ১২০ জনের বেশি জঙ্গি হামলায় মারা গিয়েছেন।

কখন হামলা হয়?

প্যারিসে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিট নাগাদ হামলা হয়, চলে ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

কারা হামলা চালিয়েছে?

কারা হামলা চালিয়েছে তা প্রথমে জানা যায়নি। প্রথমে কোনও জঙ্গিগোষ্ঠী আপাতত হামলার দায় স্বীকার করেনি। তবে এখন খবর হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।

ফ্রান্স সরকার কি ব্যবস্থা নিয়েছে?

সারা দেশের জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স সরকার। লাখে লাখে সেনা নামানো হয়েছে রাস্তায়। জাতীয় সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওল্যঁদ তুরস্কে হতে চলে জি২০ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন।

কেন হামলা প্যারিসে?

সিরিয়ায় ফ্রান্সের নজরদারির জন্যই এই ফল ভুগতে হয়েছে, এমনই জঙ্গিরা বলেছে বলে বক্তব্য এক প্রত্যক্ষদর্শীর।

English summary
Here is all you need to know about the Paris attacks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X