For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালে ভারী বর্ষণে ব্যাহত উদ্ধারকাজ, সাহায্যে এগিয়ে এল মার্কিন যুক্তরাষ্ট্রও

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ২৮ এপ্রিল : নেপালে জারি রয়েছে মৃত্যুমিছিল। যেকোনও ধ্বংসস্তুপ খুঁড়লেই সার দিয়ে বেরচ্ছে মৃতদেহ। একইসঙ্গে ভারী বর্ষণে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

<strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা</strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা

এই দুর্যোগের মাঝেই নতুন করে বিপদের বার্তা শুনিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে। তিনি বলেন, "এটা নেপালের জন্য সবচেয়ে কঠিন সময়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। সরকার সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

নেপালে ভারী বর্ষণে ব্যাহত উদ্ধারকাজ, সাহায্যে এগিয়ে এল মার্কিন যুক্তরাষ্ট্রও


নেপাল সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতীয় সেনা কাজ করছে প্রথমদিন থেকেই। বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। লাগনখেল এলাকায় আহতদের সেবায় ৪৫ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। জোরকরদমে চলছে উদ্ধারকাজ।

সেনাবাহিনীর তরফে নেপালে থাকা ভারতীয়দের অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন করা হয়েছে। ভারত থেকে আরও ত্রাণসামগ্রী ও ওষুধ-পথ্য নেপালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মার্কিন বিদেশ সচিব জন কেরি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আমেরিকার পক্ষ থেকে ৯ মিলিয়ন অর্থসাহায্য করা হবে। একইসঙ্গে বিশেষ উদ্ধারকারী দলও নেপালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেরি।

English summary
Heavy rainfall hampering rescue work in Nepal, The US announced USD 9 million aid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X