For Quick Alerts
For Daily Alerts
লেবাননে বিধ্বংসী বিস্ফোরণ, হিজবোল্লা ডেরা ওড়ানোর চেষ্টা ! বাড়ছে জল্পনা
দক্ষিণ লেবাননে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ভরে গিয়ে আকাশ। সূত্রের খবর লেবাননের বিদ্রোহী চরমপন্থী গোষ্ঠী হিজবোল্লা ডেরায় ঘটেছে এই বিস্ফোরণ। এইন কানা নামে গ্রামে বিস্ফোরণটি ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছে হিজবোল্লা জঙ্গি গোষ্ঠীর এক আধিকারিক। কিন্তু বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি। প্রসঙ্গত উল্লেখ্য লেবাননে এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে থাকে ইরান। জঙ্গি গোষ্ঠীর সদস্যরাই গোটা এলাকা ঘিরে ফেলেছে। কিছুতেই সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণের সাত সপ্তাহের মধ্যেই ফের বিস্ফোরণে উদ্বেগ বেড়েছে। সেই বিধ্বংসী বিস্ফোরণের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বেইরুট। সেই বিস্ফোরণে ২০০ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৬৫০০ জন। শহরের প্রায় ১০ হাজার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল।